Advertisment

Adhir Mamata Dual: মুর্শিদাবাদে ফ্যাক্টর অধীর-ই, বৈঠকে কী বোঝালেন তৃণমূল সুপ্রিমো মমতা?

Lok Sabha Election 2024 Murshidabad: বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়া নিয়ে দলের সাংসদ, বিধায়ক ও নেতাদের সতর্ক করে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury Mamata Banerjee Murshidabad TMC Meeting Lok Sabha Election 2024 , মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নয় লোকসভার প্রস্তুতি বৈঠকে বললেন মমতা ব্যানার্জী

দলীয় বৈঠকে মমতা-অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Murshidabad TMC Meeting: লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলার সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল নেত্রী। সেই বৈঠক কার্যত হয়ে উঠল অধীরময়! যদিও প্রদেশ সভাপতির নাম একবারও উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

নবাবের জেলা নিয়ে বৈঠকে অধীর চৌধুরীর নাম উঠবে না সেটা কিছুটা অস্বাভাবিক। এদিনও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অধীর প্রসঙ্গ উত্থাপন করেন একদা তাঁরই শিষ্য হুমায়ুন কবীর। যদিও হুমায়ুন এখন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সূত্রে খবর, বৈঠকে হুমায়ুন মমতাকে উদ্দেশ্য করে বলেন, 'দিদি বহরমপুরে অধীর চৌধুরী কিন্তু একটা চ্যালেঞ্জ।'

সূত্রের খবর, দলের বিধায়কের মুখে তা শুনেই তৃণমূল নেত্রী বলেন, 'মাথা থেকে এসব বের করে দাও। একসঙ্গে লড়াই করতে পারলে কিছুই চ্যালেঞ্জ নয়।'

২০১৯-এর ভোটে মুর্শিদাবাদ জোড়-ফুলের দখলে এলেও বহরমপুরে অধীর চৌধুরীকে হারাতে পারেনি তৃণমূল। বহরমপুর থেকে ১৯৯৯ সাল থেকে পরপর পাঁচবারের সাংসদ অধীর। এবারও বহরমপুরে অধীর চৌধুরীকে হারানো চ্যালেঞ্জ মমতার দলের। ফলে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম মুখে না নিলেও 'দিদি'র মন্তব্য বেশ তাৎপর্যবাহী।

এমনীতেই হুমায়ুন কবীরকে নিয়ে 'অসন্তুষ্ট' মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে এদিন এই বিধায়ককে বেশি কথা না বলার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রে খবর, এদিন দলের দুই সাংসদ আবু তাহের খান আর খলিলুর রহমানের কাজের প্রশংসা করেন মমতা।

বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়া নিয়ে দলের সাংসদ, বিধায়ক ও নেতাদের সতর্ক করে দিয়েছেন।

Mamata Banerjee adhir choudhury Murshidabad tmc
Advertisment