/indian-express-bangla/media/media_files/2025/05/07/rawGVaDEOeAcwQd8zLiK.jpg)
OPERATION SINDOOR: ভারতের প্রত্যাঘাতে উচ্ছ্বসিত অধীর চৌধুরী।
Army strikes PoK: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার মধুর 'বদলা' নিয়েছে ভারত। মাঝরাতে পাক ভূখণ্ডে এয়ারস্ট্রাইক ভারতীয় সশস্ত্র বাহিনীর। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গিঘাঁটি। ভারত আজ পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালিয়ে সেখানে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পরে এই হামলা চালানো হয়েছে। পহেলগাঁওয় হামলার বদলা ১৫ দিনেই নিল ভারত, Operatin Sindoor পুরোপুরি সফল। ভারতের সশস্ত্র বাহিনীর এই বিক্রমের ভূয়সী প্রশংসায় বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন অধীর চৌধুরী?
"আমি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত যারা আমাদের বিমান বাহিনীর নির্ভুল হামলার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কাঠামোর উপর এক ভয়াবহ আঘাত এনেছে। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ ভারতীয়ের প্রাণহানির ঘটনায় ভারতের জনগণ ক্ষুব্ধ ছিল। আমি আমাদের সরকারের দৃঢ় সংকল্প এবং রাজনৈতিক সিদ্ধান্তকেও অভিনন্দন জানাই। আমাদের শত্রু পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সকলেই সরকার এবং সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছি, এই বিষয়ে কোনও ভুল করবেন না। জয় হিন্দ বন্দেমাতরম।"
উল্লেখ্য, গতকাল মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। বেছে বেছে জঙ্গিঘাঁটিতেই হামলা চালিয়েছে ভারত। বুধবার সকালে ভারতের এই Operation Sindoor নিয়ে বিদেশসচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠকে বলেছেন, "পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গেছে। ওই হামলা বর্বরোচিত ছিল। কাশ্মীরের উন্নয়ন থমকে দেওয়াই লক্ষ্য ছিল। হামলায় পাক জঙ্গি সংগঠন TRF-এর যোগ প্রমাণিত। ভারত আত্মরক্ষার্থেই এই কাজ করেছে।"
I am proud of the Indian armed forces who have delivered a devastating blow to the terror infrastructures inside Pakistan by precision strikes of our air force. People of India were fuming on the horrific and ghastly killings which took a toll of 26 innocent Indians in Pahalgaon.…
— Adhir Chowdhury (@adhirrcinc) May 7, 2025
তিনি আরও বলেন, "বিভিন্ন ইন্টেলিজেন্স সূত্র মারফত খবর মিলেছিল পাক ভূখণ্ডে জঙ্গিরা ভারতের বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। আত্মরক্ষার্থেই ভারত হামলা চালিয়েছে। বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে হামলা। আশ্রয়দাতা হিসেবে গোটা বিশ্বে পরিচিত হয়েছে পাকিস্তান। আজ ভোররাতে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংসের জন্য নিয়ন্ত্রিত হামলা হয়েছে। ২৩ এপ্রিল প্রত্যাঘাতের সিদ্ধান্ত হয়। ১৩ দিন ধরে সব তথ্য সংগ্রহ হয়েছিল।"