'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' বা 'এক দেশ, এক নির্বাচন' কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর কমিটিতে না থাকার কারণ বিস্তারিতভাবে জানিয়েছেন অধীর। একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করা যায় কিনা সেব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে বিষয়টি নিয়ে পর্যালোচনায় একটি কমিটি গড়া হয়েছে। সেই কমিটিতেই রাখা হয়েছিল অধীর চৌধুরীকে।
লোকসভা ও রাজ্যে-রাজ্যে বিধানসভা নির্বাচনগুলি একই সময়ে করা যায় কিনা সেব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতেই রাখা হয়েছিল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে। ওই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, হরিশ সালভে, সঞ্জয় কোঠারি, সুভাষ সি কাশ্যপ, এনকে সিং।
আরও পড়ুন- বিপ্লব থামছে না কৌস্তভের! প্রদেশ কংগ্রেস নিয়ে ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য
ওই কমিটিতে রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গেকে রাখা হয়নি। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। মল্লিকার্জুন খাড়গের মতো বর্ষীয়ান রাজনীতিবিদকে ওই কমিটিতে না রাখাটা দেশের গণতন্ত্রের পক্ষে অপমানকর বলেই মনে করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। এই কারণেই ওই কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান করেছেন অধীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর ক্ষোভের কথা জানিয়ে কমিটির সদস্যপদ প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন সাংসদ।
অমিত শাহকে লেখা চিঠিতে অধীর চৌধুীর লিখেছেন, 'কমিটিতে রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গেকে রাখা হয়নি। এঠা ভারতীয় গণতন্ত্রের অপমান। সেই কারণেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না।'