Advertisment

মহুয়ার পাশে বুক চিতিয়ে দাঁড়ালেন অধীর! কটাক্ষে ধুয়ে দিল বিজেপি

টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury stood by Mahua Maitra in the question debate in exchange of money

মহুয়া মৈত্র এবং অধীর চৌধুরী।

মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন অধীর চৌধুরী। তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি বহরমপুরের কংগ্রেস সাংসদের। লোকসভার এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রস সভাপতি।

Advertisment

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন বিতর্কে বেজায় ফাঁপড়ে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত ৯ নভেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজে সিলমোহর দিয়েছে লোকসভার এথিক্স কমিটি। আগামী সোমবার তাঁরা সেই সুপারিশ করে লোকসভায় একটি রিপোর্ট জমা দেবে।

তার আগে তৃণমূলের ডাকাবুকো সাংসদের পাশে দাঁড়ালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন অধীর। সেই চিঠিতে এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাসংদ।

মহুয়ার পাশে দাঁড়িয়ে চিঠিতে কী লিখেছেন অধীর?

"যদি দুবাইয়ের ব্যবসায়ীর স্বার্থসিদ্ধির জন্য মহুয়া মৈত্র প্রশ্ন করে থাকেন তবে ওই ব্যবসায়ী মহুয়ার বিরুদ্ধে গেলেন কেন? কেন ওই ব্যবসায়ীকে এথিক্স কমিটি ডাকল না? ২০০৫ সালে যে আইনের উপর ভিত্তি করে ১০ সাংসদকে বহিষ্কার করা হয়েছিল, সেই আইন কি মহুয়া মৈত্রের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে?"

আরও পড়ুন- আগামী সপ্তাহের শুরুতেই প্রবল বদল আবহাওয়ায়! একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

উল্লেখ্য, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই দিনই লোকসভায় এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজদের সুপারিশ করে একটি রিপোর্ট জমা দেবে। গত ৯ নভেম্বর তৃণমূল সাংসদের সাংসদ পদ বাতিলের সিদ্ধান্ত হয় এথিক্স কমিটির বৈঠকে।

আরও পড়ুন- বিদ্যুৎ চক্রবর্তী অবসর নিতেই ভোলবদল বিশ্বভারতীর! শান্তিনিকেতনে ফিরছে পৌষমেলা?

এদিকে, মহুয়া মৈত্রের পাশে অধীর চৌধুরীর দাঁড়ানোর বিষয়টিতে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন সাংবাদমাধ্যমে বলেন, "লোকসভা ভোট যত এগোচ্ছে বহরমপুরের দিকে তাকিয়ে ততই আতঙ্কিত হচ্ছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। মূল বিষয় থেকে সরে যাচ্ছেন অধীর।"

West Bengal CONGRESS Mahua Moitra adhir choudhury tmc
Advertisment