পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরের দিনেই মুর্শিদাবাদে গুলিতে ঝাঁঝরা হয়েছেন দলের কর্মী। এবার আরও ঘোরতর আশঙ্কা প্রদেশ কংগ্রেসের। পঞ্চায়েত ভোট নিয়ে মারাত্মক সব আশঙ্কা করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এরাজ্যে কখনই সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয় বলে চিঠিতে লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তাই রাজ্যপাল সিভি আনন্দ বোসকেই যথোপযুক্ত ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।
বৃহস্পতিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার ঠিক পরের দিন থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমার কাজ। ওই দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হয়েছেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে গুলি করে খুন করেছে। যদিও সেই অভিযোগ উড়িয়েছে শাসকদল।
আরও পড়ুন- যুগান্তকারী পদক্ষেপ! বাংলায় প্রধানমন্ত্রীর নামে চলা কর্মসূচি বন্ধের নির্দেশ
আসন্ন পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর দাবি বিজেপি ও কংগ্রেসের। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এব্যাপারে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরাসরি চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।
আরও পড়ুন- নিরিবিলি সমুদ্রতটে লাল কাঁকড়ার লুকোচুরি, অপূর্ব এই সাগরপাড় কলকাতার খুব কাছেই
রাজ্যের শাসকদল তৃণমূল দুষ্কৃতীদের দৌরাত্ম্যে বিরোধীরা তটস্থ বলে অভিযোগ অধীরের। কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনই এরাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে চিঠিতে লিখেছেন কংগ্রেস সাংসদ। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এবার তাই রাজ্যপালকেই উদ্যোগী হতে আবেদন প্রদেশ কংগ্রেস সভাপতির।