Advertisment

জি-২০'র নৈশভোজে মমতা, বড় ইঙ্গিত অধীর চৌধুরীর

কী বললেন 'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক কংগ্রেসের শীর্ষ নেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
adhir ranjan chowdhury criticize mamata banerjee for attending g-20 summit , জি-২০'র নৈশভোজে মমতা, বড় ইঙ্গিত অধীর চৌধুরীর

নৈশভোজে বাংলার মুখ্যমন্ত্রী। যা নিয়ে প্রশ্ন তুললেন অধীর চৌধুরী।

জি-২০র নৈশভোজে আলো করে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া ঘিরে শুরু হল বিতর্ক। একটি ছবিতে দেখা গিয়েছে, ডিনার টেবিলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। মমতার নৈশভোজে যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে 'ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের অন্দরে। কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisment

কী বলেছেন অধীর?

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি শাসিত এনডিএ জোটকে হারাতে জোট বেধেছে ২৮টি বিরোধী দল। কিন্তু বাংলায় এই জোটের ভবিষ্যৎ কী? তা নিয়ে তোলপাড় অবস্থা। এই জোট তৈরির পর থেকেই কংগ্রেস নিয়ে মুখে নরম মনভাব দেখিয়েছেন মমতা-অভিষেকরা। তৃণমূল নিয়ে অধীরের চড়া সুরও উধাও। যদিও বঙ্গ কংগ্রেসের একাংশ ইন্ডিয়া জোটের দোহাইতে দলের সঙ্গে তৃণমূলের সমঝোতায় অতি অসন্তুষ্ট। ফলে পশ্চিমবঙ্গে জোট নিয়ে যে 'ঘোট' পেকেছে তা বলাই বাহুল্য। এই অবস্থায় জি-২০'র মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈশভোজে যাওয়া নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য বেশ তাৎপর্যবাহী।

প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, 'যদি উনি জি-২০র নৈশভোজে যোগ না দিতেন, তবে কিছু হত না। মাথায় আকাশ ভেঙে পড়ত না। মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। কোরান অপবিত্র হয়ে যেত না। অবিজেপি অনেক মুখ্য়মন্ত্রীই তো যাননি। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে আমন্ত্রণই জানানো হয়নি। ওখানে কী এমন আকর্ষণীয় বিষয় ছিল যে মমতা বন্দ্য়োপাধ্যায় তড়িঘড়ি দিল্লি ছুটলেন?'

আরও পড়ুন- গাদাগুচ্ছের গ্রেফতারি-দল ভাঙানো, তৃণমূলের ‘বাজিমাতের’ প্রবল চেষ্টায় জল ঢালল হাইকোর্ট!

অধীর চৌধুরীর প্রশ্ন, 'ডিনার টেবিলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে বসেছিলেন! কেন?'

পাল্টা দিল তৃণমূল!

অর্থাৎ, ইন্ডিয়া জোট গঠনের পরও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলের বিজেপি বিরোধিতা নিয়েই ফের একবার প্রশ্ন তুললেন অধীর চৌধুরী! যা নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বলেছেন, 'সকলেই জানেন ইন্ডিয়া জোটের অন্য়তম স্তম্ভ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। অধীর চৌধুরীর এই বিষয় নিয়ে জ্ঞান দেওয়ার দরকার নেই। কিছু প্রোটোকল প্রশাসনিক দিক থেকেও মেনে চলতে হয়। উনি ঠিক করে দেবেন না যে মুখ্যমন্ত্রী জি-২০ সম্মেলনের অংশ ওই নৈশভোজে যোগ দেবেন কি না।'

CONGRESS opposition india alliance adhir choudhury tmc Mamata Banerjee
Advertisment