Advertisment

ফের রেল অবরোধ, বন্দে ভারত-সহ গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন আটকে, চরম দুর্ভোগে যাত্রীরা

ফের রেল অবরোধে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Adivasi Sengel Abhiyan rail blocakede at purulia

ফাইল ছবি।

ফের রেল অবরোধে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। পুরুলিয়ায় টানা কয়েক ঘণ্টা ধরে রেল অবরোধের জেরে আটকে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এর আগেও পৃথক সারনা ধর্মের কোডের দাবিতে বেশ কয়েকবার রেল রোকো আন্দোলন করেছে এই সংগঠনটি। দাবি পূরণ হওয়ায় শনিবার ফের একবার রেল অবরোধে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে অবরোধ শুরু করেন তাঁরা।

Advertisment

ফের একবার রেল অবরোধে নাকাল যাত্রীরা। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যদের রেল অবরোধ। হাঢও়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে আটকে থাকে। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চাণ্ডিল শাখার একাধিক স্টেশনে বেশ কয়েকিট ট্রেনও আটকে যায়। আচমকা এই রেল অবরোদের জেরে নাকাল হন যাত্রীরা।

আরও পড়ুন- ঝাঁটা আঁকড়েই গণ্ডগ্রামে অভূতপূর্ব কীর্তির অনন্য নজির বৃদ্ধের! প্রশংসনীয় প্রচেষ্টার পাশে প্রশাসন

এদিকে, রেল অবরোধ শুরু হতেই সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলতে ছুটে যান রেলের অফিসাররা। রেলের পদস্থ কর্তারা অবরোধকারীদের বুঝিয়ে বিক্ষোভ তোলার চেস্টা করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ ওঠেনি। শনিবার সকাল থেকে প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে রেললাইনের উপরে বসে প্রতিবাদ দেখাতে থাকেন আদিবাসীরা।

আরও পড়ুন- বরফ পড়বে দার্জিলিঙে, বৃষ্টির সম্ভাবনাও প্রবল, বছর ঘুরলেই জাঁকিয়ে শীতে কাঁপবে বাংলা?

তবে শুধু পুরুলিয়াতেই নয় আদিবাসী সেঙ্গেল অভিযানের এই রেল-রোকো চলে মালদার আফিনা স্টেশন, পশ্চিম বর্ধমানের কালিপাহাড়ি স্টেশনেও। সেখানে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা রেল ও পুলিশের কর্তাদের।

purulia West Bengal Rail Roko
Advertisment