Advertisment

ঘুম কেড়েছে তালিবান, ভারত ছাড়তে নারাজ ‘কাবুলিওয়ালা’

স্ত্রী, সন্তান কাছে থাকলেও বৃদ্ধ বাবা-মা পড়ে রয়েছেন সূদূর আফগানিস্তানে৷ তাঁদের নিয়েই দুশ্চিন্তা বাড়ছে কাবুলিওয়ালার৷

author-image
IE Bangla Web Desk
New Update
Afgan citizen Hakib khan wants to stay in India

দুই সন্তানের সঙ্গে পানাগড়ের ‘কাবুলিওয়ালা’ হাকিব খান৷ ছবি: অনির্বাণ কর্মকার৷

ভারতেই পরিবার নিয়ে থাকতে চান পানাগড়ের ‘কাবুলিওয়ালা’ হাকিব খান৷ চোখের সামনে দেখেছেন তালিবানি রাজত্ব। দেখেছেন তাদের নৃশংসতা, অত্যাচার। তবে বর্তমানে তিনি ভারতের বাসিন্দা। থাকেন পানাগড়ের পাঠানপাড়ায়। ছোটখাটো ব্যবসা রয়েছে নিজের। সংসার পেতেছেন এই দেশেই। কাবুলে থাকা বৃদ্ধ বাবা-মায়ের কাছে তাঁর কাতর আকুতি, তাঁরা যেন নিজেদের ঘরবন্দি করে রাখেন।

Advertisment

১০ বছর ধরে পানাগড়ের পাঠানপাড়ায় রয়েছেন হাকিব খান। একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বাস করছেন তিনি। আফগানিস্তানে বিয়ে হওয়ার পরেই স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন ভারতে। এতদিন সব ঠিকঠাক চললেও গোটা আফগান মুলুক তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকে চিন্তায় ঘুম উড়েছে হাকিব খানের৷ স্ত্রী, সন্তানরা কাছে থাকলেও সুদূর আফগান-মুলুকে পড়ে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা৷ অন্য আত্মীয়েরাও থাকেন সেই দেশেই৷ তাঁদের নিয়েই দুশ্চিন্তা বাড়ছে হাকিবের৷ তবে স্ত্রী-সন্তান ছেড়ে আর আফগানিস্তানে ফিরতে চান না হাকিব৷

আরও পড়ুন- ‘অপহরণ নয়, জিজ্ঞাসাবাদের জন্যই আটক বিদেশিরা’, সাফাই তালিবানের

হাকিব খান জানিয়েছেন, তাঁর দেশ আগে ভালোই ছিল। নতুন করে তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে পরিস্থিতি যেন রাতারাতি বদলে গিয়েছে৷ আফগান মুলুকের প্রতিটি মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আফগানিস্তানের পরিস্থিতি বদলালেও আর দেশে ফেরার ইচ্ছা নেই হাকিবের৷ তাঁর কথায়, ‘‘বাচ্চাদের ভবিষ্যৎ এখানেই উজ্বল৷ ওই দেশে স্কুল, কলেজের অভাব৷ পড়াশোনার সুযোগ নেই৷ এখানে থেকেই বাচ্চাদের মানুষ করব৷’’

আফগানিস্তানের গত কয়েকদিনের ছবি টিভিতে দেখছেন হাকিব৷ কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া আফগানদের ভিড় দেখে আঁতকে উঠছেন ‘কাবুলিওয়ালা’৷ ভীষণ ভয়ঙ্কর সেই ছবি দেখে দু’চোখের পাতা এক হচ্ছে না হাকিবের৷ তবে কোনওভাবেই আফগানিস্তানে আর ফিরতে চান না হাকিব৷ অশান্তির কালো মেঘ কেটে ফের নতুন সূর্য উঠুক আফগানিস্তানে৷ শান্তির বাতাবরণ ফিরে আসুক আফগান-মুলুকে, এখন একটাই প্রার্থনা পানাগড়ের ‘কাবুলিওয়ালা’ হাকিব খানের৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Taliban West Bengal
Advertisment