প্রগোতিশীল পঞ্চায়েত গড়তে প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটে ভোটের আয়োজন করেছে তৃণমূল। এদিনই ঘটা করে সেই কর্মসূচির সূচনাও করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাহেবগঞ্জের সভায় ত্রিস্তরীও পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে ব্য়ালট পেপার দেখিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানিয়েছিলেন, সভামঞ্চের ঠিক পিছনেই রাখা ব্যালট বাক্সকে সকলকে ভোট দিতে। অভিষেক সভাস্থল ছাড়ার পরই ভোটদান প্রক্রিয়া শুরু হয়। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই ব্যালট বাক্স ঘিরে প্রবল হাঙ্গামা শুরু হয়। সাহেবগঞ্জে ভেঙে যায় ব্যালট বাক্স। অন্যদিকে গোসানিমারিতে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পুলিশের সামনেই এসব ঘটে। ফলে ভোট দিতে এসে গ্রামবাসীরা অসন্তুষ্ট হয়ে পড়েন।
কি করে ভাঙল ব্য়ালট বাক্স? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষের পরই সাহবগঞ্জ ও গোসানিমারিতে শুরু হয় গোপন ব্যালটে ভোট নেওয়ার প্রক্রিয়া। তখন সেখানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের অনেকে একটির বদলে একাধিক ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে উত্তেজনা ছড়ায়। শুরু হয় দলেরই উভয়পক্ষের হাতহাতি। তার মাঝেই ভেঙে যায় ব্যালট বাক্স।তৃণমূলের এক অংশের দাবি প্রার্থী বাছাইয়ে গোপন ভোট প্রক্রিয়ায় আস্থা না রাখতে পেরে অন্য গোষ্ঠী এই কাজ করেছে। ভোট প্রক্রিয়া বানচাল করাই লক্ষ্য। অর্থাৎ পার্থী বাছাই নিয়ে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দলই ফের প্রকট হয়ে সামনে এসেছে। এদিন গোসানিমারিতে তৃণমূলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি হতেও দেখা যায়। পরে পুলিশ বিবদমান উভয়পক্ষকেই লাঠি উঁচিয়ে তাড়া করে সরিয়ে দেয়।
এই ঘটনায় তৃণমূকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, 'ওটা যে একটা বিশৃঙ্খল দল সেটা ফের প্রামাণ হচ্ছে। ওই দলে সকলেই চোর। দলের নেতা শুধু বলছেন পঞ্চায়েতে কোন চোর প্রার্থী হবে সেটা গ্রামবাসীরা বেছে দেবেন। এতে তো পাওয়া নিয়ে ঝামেলা হবেই। সেটাই হচ্ছে।' তবে তৃণমূলের তরফে এখনও এ প্রসঙ্গে কেউ মুখ খোলেননি।
সোমবার কোচবিহার থেকে 'নব-জোয়ার' কর্মসূচির জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রার্থী বাছাইয়ে গ্রাম বাংলা মতামত জানতে গোপন ব্যালটে ভোট হবে। যা নিয়েই তোলপাড় কাণ্ড ঘটল সাহেবগঞ্জ ও গোসানিমারিতে। স্বাভিকভাবেই অস্বস্তি বাড়ল বাংলার শাসক দলের।
আরও পড়ুন- ‘অহঙ্কার নেই, আমরা ক্ষমতা থেকেও রাস্তায় নামছি’, নব-জোয়ারের সভায় কীসের বার্তা অভিষেকের?