Advertisment

জিজ্ঞাসাবাদ শেষ, ৯ ঘণ্টা ৪০ মিনিট পর নিজাম প্যালেসের বাইরে অভিষেক, বললেন 'নির্যাস শূন্য'

নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee

সিবিআই দফতর থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি হলেন সাংবাদিকদের। বললেন, 'জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। আমারও সময় নষ্ট। তদন্তকারীদেরও সময় নষ্ট।' একইসঙ্গে নাম না-করে শুভেন্দু অধিকারীকে একহাত নেন তিনি। তীব্র নিন্দা করেন বিজেপির। অভিষেক বলেন,

Advertisment
  • প্রথম দিন থেকেই আমাকে টার্গেট করেছে।
  • বিজেপির জন্য এক আইন, আমার জন্য এক আইন।
  • আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। আমরা বশ্যতা স্বীকার করব না। সর্বভারতীয় কেন্দ্রীয় এজেন্সি লাগিয়েও মাথানত করাতে পারছেন না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকব।
  • সব চোর, দুর্নীতিগ্রস্ত বিজেপির সম্পদ।
  • সুদীপ্ত সেন চিঠি লিখে অধীর, সুজন, শুভেন্দুর নাম বলেছে। একজনকেও ডাকা হয়েছে?
  • চিঠির ভিত্তিতে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করছে না?
  • প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপের দলিল, তাঁকে কেন জিজ্ঞাসাবাদ নয়?
  • রাজনৈতিক দলের নির্দেশে এসব হচ্ছে।
  • বিজেপির তল্পিবাহকতা করি না-বলে আমায় ডেকেছে।
  • যাঁকে ডাকছে না, তাঁর সঙ্গে সেটিং? নাকি যাঁকে ডাকছে না, তাঁর সঙ্গে সেটিং?
  • নারদায় মূল অভিযুক্ত বিজেপিতে।
  • যাঁদের নাম জিজ্ঞাসা করছেন, তাঁদের বাড়ি পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে। পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে দলের দায়িত্বে কে ছিলেন? অথচ, শুভেন্দু অধিকারীকে ডাকছে না।

শুক্রবার তিনি বাঁকুড়ায় 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে ছিলেন। তারই মধ্যে মেলে সিবিআই সমন। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে তাঁকে শনিবারই নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই পদক্ষেপে 'স্তম্ভিত' অভিষেক। চিঠি দিয়ে সিবিআই ডিএসপিকে সেকথা জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতা।

শনিবার নির্ধারিত সময়েই কলকাতার নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুঁদে অফিসাররা। নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম সিবিআই জিজ্ঞাসাবাদ করল তৃণমূল সাংসদকে। শুক্রবারই অভিষেককে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শনিবার নির্ধারিত সময়েই সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল নেতা।

আরও পড়ুন- CBI দফতরে হাজিরা দিয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ

তবে ২৪ ঘণ্টারও কম সময়ের নোটিশে সিবিআইয়ের তাঁকে ডেকে পাঠানো নিয়ে 'স্তম্ভিত' অভিষেক। চিঠিতে সিবিআিই শীর্ষ কর্তাকে একথা জানিয়েছেন তিনি। অভিষেক চিঠিতে লিখেছেন, 'একদিনও সময় দেওয়া হয়নি। আমি স্তম্ভিত। গতকাল দুপরে নোটিশ, আজ সকাল ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের জন্য দু'মাসব্যাপী যাত্রায় রয়েছি। তবুও আমি তদন্তে সব ধরনের সহযোগিতা করব।'

cbi abhishek banerjee West Bengal ED Recruitment Scam
Advertisment