Advertisment

Lok Sabha Election 2024: কেন্দ্রের বড় তোফা অর্জুন-অভিজিৎ সহ চার পদ্ম নেতাকে! বিজেপিতে নাম লেখাতেই…

BJP: অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিং, প্রথম জনের এক মাসও হয়নি, অন্য জনের সপ্তাহখানেক আগেই নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। দু'জনকেই প্রার্থী করেছে বিজেপি। অভিজিৎবাবু তমলুক থেকে পদ্ম প্রতীকে ভোটের ময়দানে, আর অর্জুন তাঁর খাসতালুক ব্যারকপুর থেকে ফের বিজেপি প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
after joining the bjp abhijit ganguly and arjun singh are given special protection by central government ahead of the lok sabha polls 2024 , বিজেপিতে যোগদানের পরই লোকসভা ভোটের আগে অভিজিৎ গাঙ্গুলি অর্জুন সিং সহ চার নেতাকে বিশেষ সুরক্ষা দিল কেন্দ্রীয় সরকার

Modi Government: বাংলা থেকে বিজেপির দুই প্রার্থী অর্জুন সিং ও অবিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Ganguly And Arjun Singh Are Given Special Protection By Central Government: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিং, প্রথম জনের এক মাসও হয়নি, অন্য জনের সপ্তাহখানেক আগেই নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। দু'জনকেই প্রার্থী করেছে বিজেপি। অভিজিৎবাবু তমলুক থেকে পদ্ম প্রতীকে ভোটের ময়দানে, আর অর্জুন তাঁর খাসতালুক ব্যারকপুর থেকে ফের বিজেপি প্রার্থী। এই দুই হেভিওয়েট প্রার্থীকেই লোকসভা ভোটের মুখে বড় উপহার দিল কেন্দ্র। এছাড়াও বিজেপির এ রাজ্যের আরও দুই সাংগঠনিক নেতাকেও একই উপহারে শামিল করছে মোদী সরকার।

Advertisment

সংবাদ সংস্থা এএনআই-এর খবর, লোকসভা ভোটের আগে বাংলার চার বিজেপি নেতাকে বিশেষ সুরক্ষা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিংয়ের সঙ্গেই বিশেষ সুরক্ষা বলয় পাচ্ছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহারের বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাস।

এএনআই জানাচ্ছে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দেওয়া হয়েছে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা। এক্ষেত্রে অভিজিতের থেকে অর্জুনের সুরক্ষা বলয় উচ্চমানের। সাধারণত দেশের মন্ত্রীরা জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন।

জেড ক্যাটাগরিতে ২২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ৪-৬ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশকর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকেন। এছাড়াও থাকে অন্তত ৫টি গাড়ির কনভয়, যার মধ্যে একটি বুলেট প্রুফ। এই নিরাপত্তায় খরচের বহন প্রতি মাসে অন্তত ১৫-২৫ লক্ষ টাকা।

অভিজিৎবাবুর জন্য যে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা বলয় দেওয়া হয়েছে তাতে থাকে ২ জন কমান্ডো, আট জন জওয়ান এবং অন্তত ২টি গাড়ির কনভয়। এর জন্য মাসে অন্তত ১২-১৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়ে কেন্দ্রের।

বাংলার বাকি দুই বিজেপি নেতাকে দেওয়া হচ্ছে ‘এক্স’ ক্যাটাগরির সুরক্ষা। এই ব্যবস্থায় নেতাদের সঙ্গে ২ জন জওয়ান থাকেন। থাকবে একটি কিংবা দু’টি গাড়ির কনভয়।

কেন এঁদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হল? এএনআইয়ের প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি। জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিংকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে গত ২৭ মার্চ থেকে। এছাড়া অভিজিৎ বর্মন এবং তাপস দাস কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন ২৯ মার্চ থেকে। ভোটের আগে ও সময় নিরাপত্তা ভঙ্গের আশঙ্কা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ বলে খবর।

আরও পড়ুন- Exclusive: ভোট আসে ভোট যায়, হাল ফেরে না বিশ্বের অন্যতম ক্ষুদ্র এই জনজাতির, আক্ষেপ ‘পদ্মশ্রী’র

Y+ Security Abhijit Ganguly Barrackpore Arjun Singh Z Category Security bjp Tamluk
Advertisment