Advertisment

মমতার হুঁশিয়ারিতে সুর নরম, আজ থেকে চলবে বেসরকারি বাস

মমতার কড়া বার্তায় এবার সুর নরম করেই সুরাহার পথে হাঁটল বেসরকারি বাস সংগঠনগুলি।বৃহস্পতিবার থেকেই পথে নামছে বেসরকারি বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মমতার হুঁশিয়ারির পর বৃহস্পতিবার থেকে পথে নামছে বেসরকারি বাস

আনলক পর্যায়ের দ্বিতীয় পর্বে বাস সংগঠনগুলিকে রীতিমতো 'আল্টিমেটাম' দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যযাত্রীদের যানযন্ত্রণা থেকে মুক্তি দিতে ভাড়া বৃদ্ধি না করে বৃহস্পতিবার থেকেই বেসরকারি বাস নামানোর কথা কড়া সুরে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার কড়া বার্তায় এবার সুর নরম করেই সুরাহার পথে হাঁটল বেসরকারি বাস সংগঠনগুলি।বৃহস্পতিবার থেকেই পথে নামছে বেসরকারি বাস।

Advertisment

প্রসঙ্গত, সোমবার সাংবাদিক বৈঠক থেকে বেসরকারি বাস সংগঠনগুলিকে মমতা জানিয়ে দেন, "বুধবার থেকে রাস্তায় বেসরকারি বাস না নামলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ইগোর লড়াই বন্ধ করে মানুষের স্বার্থে পরিষেবা দিন। সেটা না হলে ইচ্ছের বিরুদ্ধে আমরা বাধ্য হব আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার। প্রয়োজন হলে এই বাস সরকার নিয়ে নিজেদের ড্রাইভার দিয়ে মানুষের জন্য চালাবে। খরচ সরকারই করবে।"

আরও পড়ুন, কলকাতায় চালু ওয়াটার ট্যাক্সি, যাবে চন্দননগর পর্যন্ত

মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর যদিও প্রাথমিকভাবে বাস না নামানোর সিদ্ধান্তেই অনড় থেকেছিল বেসরকারি বাস সংগঠনগুলি। বুধবার পরিবহন দফতরের সঙ্গে ফের একবার বৈঠকের পর ভাড়া বৃদ্ধি না করেই বাস চালানোর সিদ্ধান্ত নেয় তারা। যদিও বৈঠকে কয়েকটি নতুন দাবি জানান হয়েছে। যদিও সরকারের তরফে জানান হয়েছে যে বিষয়টি নিয়ে তারা চিন্তাভাবনা করবে।

বুধবার পরিবহন দফতরের সঙ্গে বৈঠকের পর ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, "যারা পুরোনো ভাড়ায় বাস চালাতে চায় তারা বৃহস্পতিবার থেকে এই পরিষেবা দেওয়া শুরু করতে পারে।" প্রদীপবাবু আরও বলেন, "বৈঠকে সরকারের তরফে বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী আমরা আমাদের যা উত্তর দেওয়ার তা জানিয়ে দিয়েছি।"

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, " এই বিষয়ে কথা বলার আগে আমি প্রথমে আমাদের সদস্যদের সঙ্গে কথা বলব। আমরা সরকারের প্রস্তাবের আগেই আমাদের দাবি জানিয়েছি। কী উত্তর আসে তার অপেক্ষায় আছি। তবে ঠিক করেছি যে বাস চালানো হবে।"

আরও পড়ুন, মমতার চিঠি মোদীকে: সমবায় ব্যাঙ্ককে আরবিআই-য়ের অধীনে আনবেন না

এর আগে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানায় বেসরকারি বাস সংগঠনগুলি। মমতা সরকার সে দাবি না মানায় আনলক পর্যায়ে বেসরকারি বাস পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। যার জেরে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। মঙ্গলবারই সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, "“জ্বালানির দামের কথা কেউ অস্বীকার করছে না। আমরা সমর্থনও করছি না এটাকে। এখন জ্বালানির দাম বাড়লে বাস ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন। কিন্তু জ্বালানির দাম কমলে তখন তো ভাড়া কমাচ্ছেন না! এই থিওরি যখন আগে মানা হয়নি তখন এখনও মানা হবে না। এখন এটা ভাবার সময় নয়।”

এদিকে ২২১ রুটের বাস ড্রাইভার বিশ্বজিৎ বড়ালের আত্মহত্যা সন্দেহে মৃত্যুর প্রতিবাদে নাগেরবাজার এলাকায় বিক্ষোভে সামিল হয় বেসরকারি বাসের চালক এবং কন্ডাক্টররা।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal
Advertisment