ঘুষ দিয়ে বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ ইতিমধ্যেই মুর্শিদাবাদের চার শিক্ষকে গ্রেফতার করা হয়েছেন। এবার কী বাঁকুড়ায় কর্মরত ৭ জন প্রাথমিক শিক্ষকের পালা? কারণ বাঁকুড়ার ৭ জন প্রাথমিক শিক্ষককে বুধবার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। এই সাত জনের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি মেলার অভিযোগ আছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। তলব পাওয়া সাত শিক্ষক ২০১৪ সালে প্রাথমিক টেট পাশ করে চাকরি পেয়েছিলেন।
২০১৪-র টেট নিয়েই মূলত দুর্নীতির অভিযোগ মামলাতেই সোমবার প্রাথমিকের ৪ শিক্ষককে গ্রেফতার করা হয়। শিক্ষকের চাকরি পেতে এঁরা প্রত্যেকে ৫-৬ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ধৃত ওই ৪ জন 'অযোগ্য' প্রাথমিক শিক্ষক জেরায় নিজেরে দোষ কবুল করেছে বলেও সিবিআই সূত্রে খবর।
সোমবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম 'টাকার বদলে চাকরি' মেলার অভিযোগে ৪ শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গ্রেফতার হওয়া ৪ শিক্ষক-ই মুর্শিদাবাদের। সিবিআই-এর চার্জশিটে এই ৪ ধৃত শিক্ষকের নাম ছিল সাক্ষী হিসাবে। কিন্তু বিচারক প্রশ্ন তোলেন যে চার্জশিটে কেন সাক্ষী হিসেবে নাম রয়েছে তাদের? এরপরই এই ৪ জন 'অযোগ্য' শিক্ষিককে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। ৪ ধৃত 'অযোগ্য' শিক্ষিক হলেন- জাহিরউদ্দিন শেখ, সায়গল হোসেন, সীমার হোসেন ও সৌগত মণ্ডল। ৪ জন ধৃত শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।