ফের রাজনৈতিক প্রতিহিংসার বলি মালদায়। এবারে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন কংগ্রেস কর্মী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক (২৪)। আহত হয়েছেন হবিবুর রহমান সহ মোট ৫ জন। অভিযোগের তির ভাদো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রোজিনা বিবি, তাঁর স্বামী তোফাজুল হক সহ শাসক দলের বেশ কয়েক জনের বিরুদ্ধে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাতে ভাদো গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। জয়ের পরে এলাকায় বেরিয়েছিল বিজয় মিছিল। সেই সময় ফটিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল জয়ী তৃণণূল প্রার্থী রোজিনা বিবির স্বামী ও তাঁর দলের কর্মীরা। যার প্রতিবাদ করেছিলেন ফটিকুল হক। সেই সময় তাঁকে বেধরক মারধোর করা হয় বলে অভিযোগ। কংগ্রেস কর্মীর মাথায় বাঁশের আঘাত করা হয় বলেও অভিযোগ। ফটিকুলকে বাঁচাতে সেই সময় ছুটে আসেন তাঁর মামা হবিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদেরকেও বেধরক মারধোর করা হয় বলে অভিযোগ।
তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে ফটিকুল ও তাঁর মামা হবিবুরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় ফটিকুল হকের। রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে গত এক মাসের বেশি সময় রাজ্যে রাজনৈতিক কারণে নিহতের সংখ্যা বেড়া হল ৪৫।