Advertisment

Lok Sabha Election 2024: ডিজি পদে রাজীব কুমারের উত্তরসূরি কে? জানিয়ে দিল নির্বাচন কমিশন

West Bengal: শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। সেদিন থেকেই দেশ জুড়ে কার্যকর হয় আদর্শ নির্বাচনী আচরণবিধি। সেই বিধি জারির ৪৮ ঘন্টা পরই কমিশন, রাজীব কুমাররে ডিজি পদ থেকে সরিয়ে দেয়। ওই আইপিএস-কে নির্বাচনী কোনও প্রক্রিয়ার অংশ না করারও নির্দেশ দিয়েছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
after Rajeev Kumar wb police new dg vivek sahay , কমিশনের সিলমোহরে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডিজি হলেন আইপিএস বিবেক সহায়

West Bengal DGP: রাজীব কুমার, বিবেক সহায়।

West Bengal Police DG: রাজ্য পুলিশের ডিজি পদ থেকে আইপিএস রাজীব কুমারের অপসারণের কয়েক ঘন্টা পরই নয়া ডিজি বেছে দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নয়া ডিজি করা হয়েছে আইপিএস বিবেক সহায়-কে। রাজীব কুমারের বদলে রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম নবান্নের থেকে জানতে চেয়েছিল কমিশন। জানা যায়, সেই তালিকায় নাম ছিল বিবেক সহায়, রণবীর কুমার এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের। রাজ্যের পাঠানো সেই তালিকা থেকে নির্বাচন কমিশন ডিজি পদে সিলমোহর দিল আইপিএস বিবেক সহায়ের নামেই।

Advertisment

আগামী মে মাসে আইপিএস বিবেক সহায়ের অবসরগ্রহণের কথা। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনা কম ছিল বলে মনে করা হচ্ছিল। তবে, সেই সিনিয়ারিটির দরুন-ই লোকসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদে কমিশন বেছে নিয়েছে কমিশন। গত নভেম্বর মাস থেকে ডিজি (হোমগার্ড) পদে কাজ করছিলেন আইপিএস বিবেক সহায়।

আরও পড়ুন- IPS Rajeev kumar: বহু বিতর্কে চর্চিত আইপিএস রাজীব কুমার, কেন? জানুন ১০ কারণ

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সে সময় তাঁর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন আইপিএস বিবেক সহায়।

আরও পড়ুন- Rajeev kumar: ভোটের মুখে প্রথম অ্যাকশন কমিশনের, অপসারিত মমতা ঘনিষ্ঠ IPS রাজীব কুমার

শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। সেদিন থেকেই দেশ জুড়ে কার্যকর হয় আদর্শ নির্বাচনী আচরণবিধি। সেই বিধি জারির ৪৮ ঘন্টা পরই কমিশন, রাজীব কুমাররে ডিজি পদ থেকে সরিয়ে দেয়। ওই আইপিএস-কে নির্বাচনী কোনও প্রক্রিয়ার অংশ না করারও নির্দেশ দিয়েছে কমিশন।

2024 General Election election commission DGP Vivek Sahay West Bengal Police loksabha election 2024
Advertisment