New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/school-1.jpg)
ছুটি প্রায় শেষ।
আগামী রবিবার (৪ঠা জুন ২০২৩) পর্যন্ত গরমের ছুটি থাকছে। জানিয়ে দিল রাজ্য সরকার। অর্থাৎ, সোমবার, ৫ই জুন ২০২৩ তারিখ থেকে ফের রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুল খুলবে, শুরু হবে পঠনপাঠন।
Advertisment
এপ্রিলে শেষ থেকেই রাজ্যজুড়ে প্রবল দাবদাহ শুরু হয়। গরমে নাজেহাল হয় রাজ্যবাসী। এসবের মধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, ২ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়বে। তবে সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলা নিয়ে কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল না। জানানো হয়েছিল যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
ফলে কবে স্কুল ফের খুলবে তা নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক- সর্বস্তরেই কৌতুহল ছিল। এমনকী মধ্যশিক্ষা পর্ষদও শিক্ষা দফতরের কাছে চিঠি দিয়ে সেই বিষয়ে জানতে চেয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার গরমের ছুটি নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার।