Old Women Death: বয়স ১১০ বছর। বৃদ্ধাকে শ্মশানে নিয়ে যাওয়ার পথে বাজলো ব্যান্ড, ডিজে। আনন্দ-উল্লাসে পরিবারের সকলে মিলে শেষযাত্রায় সামিল হলেন। শুধু পরিবারের সদস্যরাই নন, গোটা গ্রামের বহু মানুষ এই শ্মশানযাত্রায় সামিল হয়েছিলেন।
ঘটনাটি মালদহের মানিকচক থানার কামালপুর ঠাকুরপাড়া এলাকার। এই এলাকার গ্রামবাসীরা কেউ বলতেন ঠাকুমা আবার কেউ বলতেন দিদা। সেই বৃদ্ধার মৃত্যুতে শেষ বিদায়ে দুঃখের লেশমাত্র নেই গ্রামে। বরং বৃদ্ধার প্রয়াণে আনন্দের স্রোত এলাকায়! গল্প-কথা নয়, এ কাহিনী পুরোদস্তুর সত্যি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম রানি মণ্ডল। আধার কার্ডের হিসেব অনুযায়ী মৃত ওই বৃদ্ধার বয়স হয়েছিল ১১০ বছর। তাঁর পরিবারে রয়েছে চার ছেলে, পুত্রবধূ নাতি-নাতনি। বার্ধক্যজনিত কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তারপরেই পরিবারের সবাই মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে শ্মশানযাত্রায় সামিল হন। বৃদ্ধার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয় মানিকচক মহাশ্মশানে।
আরও পড়ুন- AC Machine: জ্বালাপোড়া গরমে প্রাণ জুড়োচ্ছে AC, ঘর ঠান্ডার এই মেশিন নিয়েই নয়া আশঙ্কা-দুর্ভোগ!
এবিষয়ে রানি মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মায়ের দীর্ঘায়ুর পথ শেষ হয়েছে। প্রায় ১১০ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন। তবে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতেন তিনি। শুক্রবারও নিজে স্নান খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান। তারপরেই শনিবার সকালে তিনি পরলোক গমন করেন। তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন- Kolkata Weather Today: অসহ্যকর চরম গরমে নাভিশ্বাস! দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা? রইল লেটেস্ট আপডেট
ব্রিটিশদের শাসনব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীন ভারতে তেরঙা উত্তোলনের সাক্ষী ছিলেন তিনি। ওই ব্যক্তি আরও বলেন, "পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে অনেক গল্প শুনতে আসত। তবে আজ সব গল্পের অবসান। মাতৃবিয়োগ বড়ই বেদনার। তবু আমরা খুশি মনে মাকে শেষ বিদায় জানাতে পেরেছি।"