মিশন দিল্লি শেষ করে এখনও রাজধানী ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করল ইডি। শুধু তিনিই নন। এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকেও নোটিস ধরানো হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে আগামী ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় তলব করেছে ইডি। আগেই ৬ ও ৭ তারিখ ডাকা হয়েছিল অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে আগাহী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তাঁর বয়ার রেকর্ডেরও প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আগামী ১০ অক্টোবর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করার কথা রয়েছে ইডির। সেই রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যুক্তদের বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে তার উল্লেখ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার শীর্ষকর্তাদের সম্পূর্ণ সম্পত্তির খতিয়ানও সেখানে উল্লেখ থাকার কথা। ওই মামলাতেই ইডির জমা করা তথ্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরে ওই তদন্তের দায়িত্বে থাকা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেন বিচারপতি সিনহা। ইডিকে বিচারপতির নির্দেশ ছিল, ৩ তারিখের তদন্তে যেন নড়চড় না হয়। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে দিল্লিতে কর্মসূচি থাকায় সিজিও-তে যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এরপর ৩রা অক্টোবরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলার শুনানি রয়েছে আজ, বুধবার। তবে ওই মামলার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অভিষেকের আইনজীবীকে। কেন ইডিকে তাঁর না হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাননি সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। ইডি জানিয়েছিল, প্রয়োজনে ৪ঠা অক্টোবরও হাজিরা দিতে পারেন 'তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড'। এদিন অভিষেক কী করবেন তা জানাননি। তার আগেই আগামী ৯ তারিখ হাজিরার জন্য প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল।
আপাতত আগামী সোমবার তৃণমূলের ঘোষিত কোনও বড় কর্মসূচি নেই। তাহলে কী ওইদিন ইডি দফতরে হাজিরা দেবেন অভিষেক? সেদিকেই নজর থাকবে। তৃণমূল সাংসদ অবশ্য আগেই তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগে হাজিরাও দিয়েছিলেন। তবে বার বার কেন তাঁর দল বা ইন্ডিয়া জোটের কর্মসূচির দিনই ডাকছে ইডি তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন।