ফের খারিজ জামিনের আবেদন। আবারও জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আরও একবার ১৪ দিনের জেল হেফাজতে থাকবেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। অর্থাৎ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রতকে জেলে কাটাতে হবে।
গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট সিবিআই তৃণমূলের দোর্দদণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল। তারপর দু’দফায় সিবিআই হেফাজতে ছিলেন কেষ্ট। এরপর জামিনের আবেদন খারিজ করে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১৪ দিনের জেল হেফাজত পাঠানো হয় তাঁকে। এ দিন সেই মেয়াদ শেষ হলে আরও একবার অনুব্রত মণ্ডলের জেল হেফাজত মঞ্জুর হয়েছে।
সভাপতির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আদালতে দাবি করে তাঁর আইনজীবী। স্বাস্থ্যের দোহাই দিয়েই এ দিন জামিনের আবেদন করা হয়েছিল। যদিও তা খারিজ হয়ে গিয়েছে। বুধবার জেল থেকে বার করার সময় সাংবাদিকরা অনুব্রতকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'শরীর ভাল নাই।'
আরও পড়ুন- বাগুইআটি কাণ্ডে ভীষণ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ক্লোজড আইসি, তদন্তভার নিল সিআইডি
নামে, বেনামে অনুব্রত মণ্ডলের প্রচুর সম্পত্তির হদিশ মিলছে বলে দাবি সিবিআই গোয়েন্দাদের। প্রায় রোজই বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। জামিন পেলে প্রভাবশালী অনুব্রত তদন্তে ক্ষতি করতে পারে বলে আদজালতে জানায় সিবিআই। উভয় পক্ষের সওয়াল, জবাব শেষে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের মির্দেশ হয়।
গরু পাচারে জড়িত সন্দেহে বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে জেলা সভাপতি অনুব্রত কী যোগ তাখতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা দল।