Advertisment

Asansol BJP Candidate: আসানসোলে ভেল্কি দেখাতে শেষ পর্যন্ত কাকে ভরসা বিজেপির? ডায়মন্ড হারবার নিয়ে মুখে কুলুপ

Lok Sabha Election 2024: আসানসোলে সুরেন্দ্রের নাম ঘোষণার পরে বাংলায় বিজেপির মাত্র একটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল- ডায়মন্ড হারবার। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবির কাকে প্রার্থী করবে, তা নিয়েই আপাতত কৌতূহল রইল।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP has announced its candidates for the four assembly constituencies of Bengal

BJP: বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি।

Asansol BJP Candidate S S Ahluwalia: আসানসোলে ভূমিপুত্রতেই ভরসা রাখল বিজেপি। অবশেষে ঘোষণা হল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ণ সিনহার বিরুদ্ধে এবার বিজেপি ভোট ময়দানে নামাল ওই কেন্দ্রেই বিদায়ী সাংসদ সুরিন্দ্র সিং আলুওয়ালিয়াকে।

Advertisment

প্রার্থী তালিকা প্রকাশের প্রথম পর্বেই ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে আসানসোলের প্রার্থী করার কথা ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু পরদিনই পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। শেষমেষ প্রবীণ প্রার্থীকেই ফের ভোটযুদ্ধে নামিয়ে দিল গেরুয়া শিবির।

আরও পড়ুন- Rekha Patra: নুরুলের পর হাসপাতালে রেখাও, বসিরহাটে ফের অসুস্থ বিজেপি প্রার্থী

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই এস এস অহলুওয়ালিয়া বলেছেন, 'বৃহস্পতিবারেই আসানসোল যাচ্ছি। সেখানেই যা বলার বলব।'

এস এস অহলুওয়ালিয়া ২০১৪ সালের ভোটে দার্জিলিং থেকে জিতেছিলেন। ২০১৯ সালে জয়ী হন আসানসোল থেকে। ফের তাঁকেই আসানসোলে গেরুয়া পতাকা ওড়ানোর ভার দিলেন মোদী-নাড্ডারা।

আরও পড়ুন- Burdwan: প্রার্থী কীর্তিকে খাইয়েছিলেন বাড়িতে, সেই তৃণমূল নেত্রীর ভাসুরই চোলাই বেচার অপরাধে গ্রেফতার!

আসানসোলে সুরেন্দ্রের নাম ঘোষণার পরে বাংলায় বিজেপির মাত্র একটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল- ডায়মন্ড হারবার। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবির কাকে প্রার্থী করবে, তা নিয়েই আপাতত কৌতূহল রইল।

2024 General Election asansol bjp loksabha election 2024
Advertisment