Age limit debate in TMC: তৃণমূলে প্রবীণ-নবীন দ্বন্দ্ব তুঙ্গে। দলের প্রতিষ্ঠা দিবসে এই নিয়ে মুখ খুলেছিলেন একাধিক নেতা। এসবের মধ্যেই রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে বয়সসীমা বিতর্কে ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তারুণ্যের উপরই জোর দেন তিনি। ২৪ ঘন্টা না পেরতেই সোমবার গঙ্গাসাগর থেকে তৃণমূল 'সেনাপতি'কে বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
ডায়মন্ড হারবারে কী বলেছেন অভিষেক?
'আমি এখন যে কাজ করতে পারছি, তা কি ৭০ বছর হলে করতে পারব? ৩৬ বছর বয়সে যে কর্মক্ষমতা থাকে, ৫৬ বছর বয়সে তা থাকে না। ৭০ বছর বয়সে তা আরও কমে যায়।'
এই প্রথম নয়। এর আগেই বেশ কয়েকবার তৃণমূলে নবীনদের পক্ষে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলে 'এক ব্যক্তি-এক পদে'র ঘোষণা করে তিনি বলেছিলেন, 'সব পেশার মতো রাজনীতিততেও অবসরের বয়স থাকা উচিত।'
মমতার বার্তা
বয়সসীমা বিতর্কের মধ্যেই গত নভেম্বরে তৃণমূলের বিশেষ অধিবেশনে দলনেত্রী বলেছিলেন, 'মনের বয়স বাড়ল কিনা সেটাই আসল ব্যাপার।' প্রবীণ সৌগত রায়দের নির্দ্বিধায় কাজ চালানোর কথা বলে 'রয়্যাল বেঙ্গল টাইগার'-য়ের মতো লড়াইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তার সপ্তাহ পরে দাবি করেছিলেন, 'পুরনো চাল ভাতে বাড়ে।'
সোমবার গঙ্গাসাগর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেলার এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'আমরা কিন্তু যাঁরা যোগ্য লোক তাঁদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের কাজকর্ম, পুরো অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। এটা বিরল ব্যাপার।' মূলত রাজ্য প্রশাসনে অবরপ্রাপ্ত তিন যোগ্য অফিসারদের পুনর্নিয়োগ করা হয়েছে। তার প্রেক্ষিতেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী।
অভিজ্ঞতার পক্ষে কথা বলে দলের সাম্প্রতিক বিতর্কও কী উস্কে দিলেন তৃণমূল নেত্রী? 'সেনাপতি'কে বার্তা দিলেন? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠছে।