Advertisment

RG Kar Case: আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের 'হুমকি', 'নাম বলুন, ব্যবস্থা নেব', বললেন সলিসিটর জেনারেল

RG Kar Incident: এদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের একবার জিজ্ঞাসাবাদ CBI-এর। বৃহস্পতিবার সকালে CBI দফতরে ঢুকতে দেখা যায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে পরপর ৬ দিন তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। এদিন গাড়ি থেকে নামতেই হন্তদন্ত হয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি। তাঁর হাতে একটি হলুদ রঙের ফাইল দেখা গিয়েছে এদিন।

author-image
IE Bangla Web Desk
New Update
agitating doctors are being threatened at rg kar, alleged at supreme court, আরজি কর, সুপ্রিম কোর্ট

RG Kar Case: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি।

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই ফের একবার চিকিৎসক এবং ইন্টার্নদের হুমকির অভিযোগ তাঁদের আইনজীবীদের। যা শুনে ভরা আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেলও দিলেন বিরাট আশ্বাস। চিকিৎসকদের স্বার্থ সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে বলে জানিয়ে উপযুক্ত পদক্ষেপের কথাও এদিন জানিয়েছেন সলিসিটর জেনারেল।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলন চলছে। এই পরিস্থিতিতেও আরজি করের জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে এদিন সুপ্রিম কোর্টে জানিয়েছেন তাদের আইনজীবীরা। হাসপাতালের কিছু লোক এবং 'গুন্ডা'রা তাঁদের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। প্রধান বিচারপতির বেঞ্চের সামনেই এমন গুরুতর অভিযোগ করতে থাকেন চিকিৎসকদের আইনজীবীরা। চিকিৎসকদের আইনজীবীর মুখ থেকে এমন গুরুতর অভিযোগ শোনার পরেই সলিসিটর জেনারেলও তাঁদের আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, কারা হুমকি দিচ্ছে এবং কারা হুমকি পাচ্ছেন, বিস্তারিতভাবে জানালে CISF-কে বলে তিনি উপযুক্ত ব্যবস্থা করবেন।

আজ আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে বিশদে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে এই তদন্তের শুরু থেকেই তাঁদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলেও রিপোর্টে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- RG Kar Case: পরপর ৭ দিন, CBI দফতরে সন্দীপ ঘোষ, হাতে হলুদ ফাইল, কী আছে তাতে? জানা গেল কিছু?

আরও পড়ুন- RG Kar Medical College & Hospital: সুপ্রিম নির্দেশ! আজ থেকেই আরজি করের ভার আধাসেনার

এমনকী তদন্তের ক্ষেত্রে জায়গা বদলের সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে CBI-এর পেশ করা সেই রিপোর্টে। আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার দিনেই রাতারাতি হাসপাতালের সেমিনার রুম লাগোয়া একটি দেওয়াল ভেঙে ফেলা হয়। আদতে সেই ঘটনার পিছনেও গভীর চক্রান্ত ছিল বলে অভিযোগ বিভিন্ন মহলের। ওই সেমিনার রুম থেকেই নিহত তরুণীর নিথর দেহ মিলেছিল।

supreme court cbi RG Kar Medical College
Advertisment