পাকিস্তান ভয়ে কেঁপে উঠবে! ভারত এখন ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তেও সক্ষম, অগ্নি প্রাইমের সফল পরীক্ষায় চমকে গেল তামাম বিশ্ব

Agni-Prime Missile: ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইতিহাস তৈরি করেছে। অগ্নি প্রাইম নামের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার।

Agni-Prime Missile: ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইতিহাস তৈরি করেছে। অগ্নি প্রাইম নামের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত।

Agni-Prime Missile: ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইতিহাস তৈরি করেছে। অগ্নি প্রাইম নামের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার।

Advertisment

প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) মধ্যম-পাল্লার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। উল্লেখযোগ্যভাবে, ক্ষেপণাস্ত্রটি একটি ট্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। অগ্নি-প্রাইম একটি রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য শেয়ার করেছেন।

আরও পড়ুন-ইডি দফতরে হাজিরা রাজ্যের দাপুটে মন্ত্রীর, নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর জেরার সম্ভাবনা

Advertisment

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার একটি এক্স-পোস্টের মাধ্যমে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন,  "ভারত রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে মাঝারি পাল্লার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এতে বেশ কয়েকটি উন্নত বৈশিষ্ট্য রয়েছে। বিশেষভাবে ডিজাইন করা রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে এই প্রথমবারের মতো এই ধরনের পরীক্ষা করা হয়েছে,"। ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই সফল পরীক্ষা ভারতকে রেল ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা সম্পন্ন নির্বাচিত দেশগুলির মধ্যে স্থান দিয়েছে।”

অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ২০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা। এটি দেশের যেকোনো সীমান্তে দ্রুত স্থানান্তর করা সম্ভব, কারণ এটি রেল নেটওয়ার্কের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম। এছাড়া, ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমের মাধ্যমে শত্রুর অবস্থানকে সঠিকভাবে নিশানা করতে পারে।

আরও পড়ুন- 'আর কত নির্দয় হবেন মমতা'? জমা জলে মৃত্যু মিছিলের রেশ কাটতে না কাটতে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে 'খোঁচা' বিজেপির

Anti Tank Missile