/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-16-41-03.jpg)
অষ্টম শ্রেণির ছাত্রের হাতে খুন দশম শ্রেণির পড়ুয়া, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল
Ahmedabad school stabbing: আহমেদাবাদে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। শহরের একটি স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রের হাতে খুন দশম শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার স্কুল চত্ত্বর রণক্ষেত্র হয়ে ওঠে। গতকাল গুরুতর জখম অবস্থায় দশম শ্রেনির পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সন্ধ্যাতেই মৃত্যু হয় তার।
ঘটনার জেরে বুধবার সকালে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ প্রায় ২ হাজার মানুষ স্কুল চত্ত্বরে উপস্থিত হয়ে ভাঙচুর চালায়। উত্তেজিত জনতা স্কুলে প্রবেশ করে প্রথমে গার্ড এবং বাস চালকদের মারধর করে, এরপর পার্কিং লটে থাকা বাস, গাড়ি এবং মোটরবাইক ভাঙচুর করে। এমনকি স্কুলের অধ্যক্ষসহ কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। জনতা পুলিশের সামনেই কর্মীদের এলোপাথাড়ি মারধর করে উন্মত্ত জনতা। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রতিবাদীরা। প্রায় এক ঘণ্টা ধরে পরিস্থিতি উত্তপ্ত থাকার পর শেষমেশ পুলিশ মৃদু লাঠিচার্জ চালিয়ে ভিড় নিয়ন্ত্রণে আনে।
মণিনগরের বিধায়ক, ডিসিপি বলদেব দেশাই এবং এসিপি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল। কয়েকদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই প্রতিশোধ নিতেই অষ্টম শ্রেণির ছাত্র মঙ্গলবার স্কুলে ছুরি নিয়ে আসে এবং ক্লাস শেষে দশম শ্রেণির ছাত্রকে লক্ষ্য করে আক্রমণ করে।
গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে মণিনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। অভিযুক্ত ও নিহত দুজনেই নাবালক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।