Advertisment

AI Smart Stick: দৃষ্টিহীনদের জন্য বিরাট চমক, স্মার্ট স্টিকে বদলাবে জীবনধারণ, অভিনব আবিষ্কার তাক লাগাবে

এআই ভিশন ব্লাইন্ড স্টিক তৈরি করে বড় চমক দিয়েছেন বাংলার তিন গবেষক।

author-image
Sayan Sarkar
New Update
CHANDANNAGAR, BENGALI ENGINEERS DEVELOP AI STICK, SMART AI BLIND STICK, দৃষ্টিহীনদের জন্য এআই স্টিক, AI BLIND STICK, ENGINEERS FROM CHANDANNAGAR DEVELOP SMART AI BLIND STICK TO HELP THOSE WHO NEEDED"

এআই ভিশন ব্লাইন্ড স্টিক তৈরি করে বড় চমক দিয়েছেন বাংলার তিন গবেষক।

AI Smart Stick: যাদবপুরের র‍্যাগিং কাণ্ড টনক নড়িয়ে দিয়েছিল গোটা বাংলার। র‍্যাগিং রুপী অসুরকে বধ করতে কলকাতার তিন বাঙালি গবেষক “অ্যান্টি র‍্যাগিং স্মার্ট সিকিউরিটি ডিভাইস কিট” বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। এবার তাদের নয়া কীর্তি "এআই ব্লাইন্ড স্টিক"। যা অন্ধজনের কাছে এক আর্শীবাদ হিসাবেই প্রমাণিত হবে বলেই দাবি তাদের।

Advertisment

দৃষ্টিহীনদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাঙালি গবেষকদের বিরাট প্রয়াস। এআই ভিশন ব্লাইন্ড স্টিক তৈরি করে বড় চমক দিয়েছেন বাংলার তিন গবেষক। রাস্তায় কোথাও গর্ত থাকলে যেমন তা সতর্ক করবে দৃষ্টিহীনদের তেমনই ট্রাফিক সিগন্যাল বোঝা, গান শোনা, এমনকী ব্লাইন্ড স্টিকের সাহায্যে ক্যাবও বুক করা সম্ভব হবে বলে দাবি গবেষকদের।

বিশেষ এই এআই স্টিক তৈরির অন্যতম গবেষক অয়ন বাগ জানিয়েছেন, 'ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয়। এই এআই ব্লাইন্ড স্টিক দৃষ্টিহীনদের আরও বেশি স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে। প্রাথমিক ভাবে ব্লাইন্ড স্কুলগুলিকে দেওয়া হবে এই বিশেষ এআই স্টিক'।

বিশেষ এই এআই স্টিকে রয়েছে এআই ভিশন ক্যামেরা। ফলে রাস্তায় ডান দিক বা বাঁ দিকে কী রয়েছে তা সহজেই জানা সম্ভব হবে। ট্রাফিক সিগন্যালের রংও খুব সহজে শনাক্ত করতে পারবে এই এআই ব্লাইন্ড স্টিক। স্টিকে লাগানো সেন্সর ১০ মিটারের মধ্যে কোনও গর্ত থাকলে তা জানান দেবে। বিশেষ এই স্টিকের ওজন প্রায় ১০০ গ্রাম।

এই ব্লাইন্ড স্টিক তৈরির অপর এক কারিগর ইন্দ্রনীল দাস জানিয়েছেন, 'দৃষ্টিহীনদের বিশেষ কাজে আসবে এই এআই স্টিক। এর ভিতর লাগানো ক্যামেরা নোট দেখে চা চিহ্নিত করে বলে দিতে পারবে সেটি কত টাকার নোট। গান শোনা থেকে ক্যাব বুকিং সব কিছুই সম্ভব হবে এই বিশেষ স্টিকের সাহায্যে। এখন থেকে দৃষ্টিহীনরা আর অবহেলার পাত্র হয়ে থাকবেন না। তারা সকল অক্ষমতাকে দূরে সরিয়ে ইচ্ছামত জীবনের পথে চলতে সমর্থ হবেন'।

Artificial Intelligence West Bengal
Advertisment