Jadavpur University Updates: মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে সরব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তিন প্রাক্তনী। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন থানায় তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ AIDSO-এর ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে গর্জে উঠলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। অভিযোগ কোমরের বেল্ট খুলে মারার পাশাপাশি, জলন্ত মোমের ছ্যাঁকা দেওয়া হয়। গোটা ঘটনায় সরব AIDSO
যাদবপুর কান্ডে একদিকে যখন হাইকোর্টের প্রশ্নের পড়তে হয়েছে রাজ্যকে ঠিক সেদিনই গত ৩ মার্চ ছাত্র ধর্মঘটের দিন বিশ্ববিদ্যালয়ের গেট থেকে থানায় নিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ AIDSO-এর সমর্থকদের। আজ এক সাংবাদিক বৈঠকে পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের তিন প্রাক্তনী।
সাংবাদিক সম্মেলন থেকে AIDSO-র অভিযোগ , থানায় নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়েছে তাদের কর্মী সমর্থকদের। কোমরের বেল্ট খুলে মারা হয়েছে। কিল,চ্ ঘুসি কিছুই বাদ যায় নি। অন্য রুমে নিয়ে গিয়ে বাকি পুলিশ কর্মীদের পায়ের উপর দাঁড়ানোর ভয়ঙ্কর অভিযোগ। হাতের উপর ফেলে দেওয়া হয় জ্বলন্ত মোম। এমনকী মেরে পুঁতে দিলে কেউ খোঁজ পাবেনা বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অক্ষরধামের আদলে তৈরি হচ্ছে বাংলার সুবিশাল এই কালী মন্দির, দ্বারোদ্বাঘটন কবে? কীভাবে যাবেন?
সোমবার রাজ্যজুড়ে যাদবপুর কাণ্ডের ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন SFI। সকাল থেকেই রাজ্যের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে ধর্মঘটের ছবি। বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও। এদিন সকাল থেকেই দফায় দফায় AIDSO-এর সমর্থকদের TMCP-এর বচসা শুরু হয় । এরপরই বিক্ষোভকারীদের থানায় তুলে নিয়ে যায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। AIDSO-এর অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।