Advertisment

AIIMS Kalyani: নেই দূষণ সংক্রান্ত ছাড়পত্র, আগামীকাল মোদীর হাতে উদ্বোধনের আগেই বিতর্কের মুখে কল্যানী AIIMS

এইমসের নতুন ভবনের জন্য নেওয়া হয়নি দূষণ সংক্রান্ত কোন ছাড়পত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
AIIMS Kalyani

শুক্রবার, AIIMS কল্যাণীর আধিকারিকরা বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী সারা দেশে আরও চারজনের সাথে কার্যত ইনস্টিটিউটের উদ্বোধন করবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

আগামীকালই কল্যাণী এইমসের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই দানা বাঁধল বিতর্ক। জানা গিয়েছে এইমসের নতুন ভবনের জন্য নেওয়া হয়নি দূষণ সংক্রান্ত কোন ছাড়পত্র। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করা হয়েছে। শুধু কল্যাণী এমসই নয়, রবিবার একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর রাজকোট, মঙ্গলাগিরি, ভাটিন্ডা, রায়বরেলী এবং জম্মু এমসেরও উদ্বোধন করার কথা।

Advertisment

MoEFCC-এর নির্দেশিকা অনুসারে ২০ হাজারের বর্গ মিটারের চেয়ে বড় একটি প্রকল্পের জন্য পরিবেশ দূষণ সংক্রান্ত ছাড়পত্র (EC) প্রয়োজন। WBPCB চেয়ারম্যান কল্যাণ রুদ্র শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'এইমসের নতুন ভবনের জন্য নেওয়া হয়নি দূষণ সংক্রান্ত কোন ছাড়পত্র'।

তিনি আরও বলেছেন, “এইমস কল্যাণী ২০২২ সালের অক্টোবরে দূষণ সংক্রান্ত ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। সেই ছাড়পত্র পাওয়ার আগেই তারা তাদের নির্মাণ কাজ শুরু করেছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশিকা অনুসারে WBPB পরিবেশগত ক্ষতির মূল্য সমীক্ষা করে একটি জরিমানা আরোপ করেছে। সব মিলিয়ে এর পরিমাণ ছিল প্রায় ১৫ কোটি ২০ লাখ টাকা। AIIMS কল্যাণী সেই জরিমানা ছাড়ের জন্য আবেদন করেছিল কারণ তারা দাবি করেছিল তারা যেহেতু স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সুবিধা সেক্ষেত্রে 'ইসি'-র প্রয়োজন নেই"।

রুদ্র আরও জানিয়েছেন, "রাজ্য সরকারের এই ছাড়ের ক্ষমতা ছিল না। তাই, এই জরিমানা লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে (এনজিটি) মামলা দায়ের করতে হয়েছিল। এদিকে, এমওইএফসিসির দেওয়া দুটি স্মারকলিপিতেও স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে নতুন আদেশ না আসা পর্যন্ত, আমরা কোনও প্রকল্পে নতুন করে দূষণ সংক্রান্ত ছাড়পত্র আমরা ইস্যু করতে পারি না"।

পরিবেশ কর্মী সুভাষ দত্ত দূষণ সংক্রান্ত ছাড়পত্র না নিয়ে AIIMS কল্যাণীর উদ্বোধনের বিষয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “AIIMS-এর মতো একটি হাসপাতালে তারা কিভাবে এমন অবৈধ কাজ করতে পারে? ছোট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার চালানোর জন্যও পিসিবি সম্মতি প্রয়োজন”।

WBPCB-এর কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এইমসের ডিরেক্টর রামজি সিং বলেন, "সম্মতির জন্য একটি সংস্থার মাধ্যমে আবেদন করা হয়েছিল। তা তখন বাতিল করা হয়। তবে এটি নিয়ে কোন সমস্যা হবে না, আমরা শীঘ্রই দূষন সংক্রান্ত ছাড়পত্র পেয়ে যাব বলেই আশা করছি"।

আরও পড়ুন : < PM Modi: ‘পরিবারতন্ত্র-দুর্নীতি-তোষণের বাইরে কংগ্রেস চিন্তা করতে পারে না’, তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর >

AIIMS কল্যাণীর ডিরেক্টর রামজি সিং শুক্রবার বলেছিলেন যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। AIIMS কল্যাণীতে রয়েছে সকল আধুনিক সুযোগ-সুবিধা। এখানে ১৭ টি সুপার-স্পেশালিটিসহ মোট ৪৩ টি বিভাগ রয়েছে।

modi kalyani AIIMS
Advertisment