Asaduddin Owaisi On Waqf Bill: ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল, 'মুসলিম-বিরোধী' মোদীকে তুলোধনা ওয়াইসির

Waqf Amendment Bill 2025: এআইএমআইএম প্রধান ওয়াইসি বলেন, ঠসরকার ওয়াকফ বিলের সাহায্যে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছি"।

Waqf Amendment Bill 2025: এআইএমআইএম প্রধান ওয়াইসি বলেন, ঠসরকার ওয়াকফ বিলের সাহায্যে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছি"।

author-image
IE Bangla Web Desk
New Update
Asaduddin Owaisi On Waqf Bill

ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল, 'মুসলিম-বিরোধী মোদী'কে তুলোধনা ওয়াইসির

Waqf Amendment Bill 2025: লোকসভায় পাসের পর, ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ রাজ্যসভাতেও পাস হয়েছে। বিলটি সম্পর্কে, বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে 'মুসলিম-বিরোধী' বলে অভিযোগ করেছে।

Advertisment

অবশেষে পরীক্ষায় উত্তীর্ণ মোদী সরকার। লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল সহজেই পাস হওয়ার পর, রাজ্যসভাতেও পাস হয় এই বিল। বিলের পক্ষে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে। এখন আইনে পরিণত হতে, বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। 

রাজ্যসভায় এই বিলটি নিয়ে প্রায় ১৩ ঘন্টা আলোচনা হয়। লোকসভায় প্রায় ১২ ঘন্টা ধরে ম্যারাথন বিতর্কের পর এই বিলটি পাস হয়। এখন, আইনে পরিণত হতে, বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে। এদিকে  ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন হায়দরাবাদের সাংসদ এবং AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন,  ওয়াকফ বিল আইনে পরিণত হলে সম্ভল মসজিদ, আজমির দরগা এবং লখনউ ইমামবাড়াও ওয়াকফ থেকে বেরিয়ে সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।

'এবিপি নিউজকে' দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, "সরকার একটি অসাংবিধানিক ওয়াকফ আইন তৈরি করতে চলেছে। আমরা এই বিলের বিরুদ্ধে আমাদের মতামত তুলে ধরেছি। সরকার দেশকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে।  আইনটি কার্যকর হওয়ার পর, অমুসলিমরা মুসলিম ধর্মীয় স্থান পরিচালনা করবে। এআইএমআইএম প্রধান ওয়াইসি আরও বলেন, সরকার ওয়াকফ বিলের সাহায্যে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছি"।

Advertisment

বাংলাদেশ-চিন সখ্যতার মাঝেই শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী, 'মোদীর মাস্টারপ্ল্যানে' হতবাক তামাম বিশ্ব

এআইএমআইএম প্রধান ওয়াইসি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "সরকার দেশের মুসলিমদের বিরুদ্ধে একটি ঘৃণার রাজনীতির প্রচার চালাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী মোদীকেও আক্রমণ করে বলেন যে তিনি সমগ্র দেশের মুসলমানদের উপর নিশানা করেছেন। এর ফলে দেশে দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে"। 

আসাদউদ্দিন ওয়াইসি ওয়াকফ বিল ছিঁড়ে ফেলেছিলেন

২রা এপ্রিল, ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনার সময়, AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ওয়াকফ বিল ছিঁড়ে ফেলেন। প্রতীকীভাবে বিলটি ছিঁড়ে ফেলার সময় তিনি বলেন, 'এই বিলের উদ্দেশ্য মুসলিমদের হেয় করা'। এরপর তিনি সংসদের কার্যক্রম পরিত্যাগ করেন। 

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিক্রিয়া জানিয়ে সংসদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তাঁর ঝোড়ো ভাষণে কংগ্রেস সাংসদ বলেন, 'বিজেপি ঈদে মানুষকে নামাজ পড়তে দেয় না, তারাই আজ সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আমি মোদী সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে লোকসভায় বিজেপির কতজন সংখ্যালঘু সাংসদ  রয়েছেন? তিনি আরও বলেন যে ওয়াকফ সংশোধনী বিল ভারতের সংবিধানের পরিপন্থী'।বিজেপিকে নিশানা করে কংগ্রেস সাংসদ বলেন, "সরকার ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছে। এই বিলের মাধ্যমে সরকার ৪টি মৌলিক উদ্দেশ্য পূরণ করতে চায়
 
সংবিধানকে অবমূল্যায়ন করা
বিভ্রান্তি ছড়ানো
ভারতীয় সমাজকে বিভক্ত করা
সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করা"। 

Asaduddin Owaisi Waqf bill