/indian-express-bangla/media/media_files/2025/06/17/4e1KoDP2gY0OyuMkczks.jpg)
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সামনে আসতেই মুখ খুললেন CEO
Air India Plane Crash: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার বিষয়ে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)-র প্রাথমিক রিপোর্টের প্রেক্ষিতে মুখ খুললেন সংস্থার সিইও ও এমডি ক্যাম্পবেল উইলসন। তিনি স্পষ্ট জানিয়েছেন, AI171-তে বিমানে কোনও রকম যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণ ত্রুটি পাওয়া যায়নি।
মৃত্যুর পরও বেঁচে থাকে মানব শরীরের অঙ্গ? চমকে দেওয়ার মত তথ্য এবার প্রকাশ্যে
সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, "বিমান বা ইঞ্জিনে কোনও কারিগরি সমস্যা ছিল না। সমস্ত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্পূর্ণভাবে করা হয়েছিল। জ্বালানির মানেও কোনও ত্রুটি ছিল না। টেকঅফের সময়ও কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। উভয় পাইলট অ্যালকোহল টেস্টে উত্তীর্ণ হয়েছিলেন এবং শারীরিকভাবেও সুস্থ ছিলেন।"
কী বলেছে AAIB?
AAIB-এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, AI171 টেক অফের পর সঠিক উচ্চতায় পৌঁছলেও হঠাৎ উভয় ইঞ্জিনের ফুয়েল কাটঅফ সুইচ RUN থেকে CUTOFF-এ বদলে যায়, যার ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় বিমানের ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ২৬০ জন।
উইলসন কর্মীদের উদ্দেশ্যে বলেন, "প্রতিবেদনে দুর্ঘটনার প্রকৃত কোনও কারণ উল্লেখ করা হয়নি বা কোনও সুপারিশও করা হয়নি। তিনি কর্মীদের অনুরোধ করেছেন যেন তারা এই রিপোর্টের উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তে না পৌঁছান। কারণ পুরো তদন্ত প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।