Air india crash: মুহূর্তেই শেষ সব স্বপ্ন! এমন মর্মান্তিক মৃত্যু মানতেই পারছেন না পরিবার, চোখের সামনে সব অন্ধকার
Air india crash: লন্ডনে পড়াশোনা করছিলেন, বিদেশে কনভোকেশনে অংশ নিতে যাওয়ার পথেই সব শেষ! দুর্ঘটনা কাড়ল প্রাণ, শোকের ছায়া পরিবারে। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি প্রিয়জনেরা।
Air india crash: লন্ডনে পড়াশোনা করছিলেন, বিদেশে কনভোকেশনে অংশ নিতে যাওয়ার পথেই সব শেষ! দুর্ঘটনা কাড়ল প্রাণ, শোকের ছায়া পরিবারে। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি প্রিয়জনেরা।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চোখে জল আনতে বাধ্য!
Air india crash: নতুন প্রাণের আগমনের খুশিতে চারদিকে ছিল আনন্দের পরিবেশ। ৭ মাসের গর্ভবতী জিনাল গোস্বামী (২৭) এবং তাঁর স্বামী বৈভব প্যাটেল (২৯) এসেছিলেন লন্ডন থেকে আহমেদাবাদে, পরিবারের সঙ্গে সাধের অনুষ্ঠান উদযাপন করতে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হল। এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিমলাইনারে AI-171 বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। তাতেই সওয়ার ছিলেন দম্পতি। ২ জুনে ছিল সাধের অনুষ্ঠান আর ১২ জুনে মর্মান্তিক পরিণতি দম্পতির। কিছুতেই যেন মেনে নিতে পারছেন না পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। ১২ বিমান দুর্ঘটনার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) বৈভব ও জিনালের শেষকৃত্যে কান্নার রোল ওঠে।
বৈভব-জিনাল নেই, সেটা মানতেই পারছেন না বলছেন পরিবার ও বন্ধুরা
বৈভবের বন্ধু নীরব প্যাটেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, " বৈভবের বাবা ছিলেন না, সে-ই পরিবারের একমাত্র উপার্জনকারী। আমরা বহু ঘোরাঘুরি করেছি — গোয়া, রাজস্থান... ওর মৃত্যু আমাদের বড় ক্ষতি।” ঘনিষ্ঠদের দাবি, জিনাল বিমানে ওঠার সময় একটি কৃষ্ণমূর্তি সঙ্গে নিয়েছিলেন। দুর্ঘটনার পর সেই একটি মূর্তিই এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। বৈভব-জিনাল নেই, সেটা মানতেই পারছেন না বলছেন পরিবার ও বন্ধুরা।
অপরদিকে লন্ডনে পড়াশোনা করছিলেন ধ্বনি প্যাটেল, প্রত্যম নন্দা ও গ্রেসি সাগপরিয়া। বাবা-মায়েরা তাদের জন্য গর্বিত ছিলেন—তাঁদের সন্তানদের বিদেশে কনভোকেশনে অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু সেই আনন্দের সফর পরিণত হয় ট্র্যাজেডিতে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171-এর ভয়াবহ দুর্ঘটনায়, যেখানে ২৭৪ জনের মৃত্যু হয়। এই ঘটনার শোক এখনও ভুলতে পারেননি প্রিয়জনেরা। ঘটনার সময় বিমানে ছিলেন ২৩২ যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন ক্রু মেম্বার।