New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-159.jpg)
প্রতীকী ছবি।
Air India emergency landing:আবারও খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান। আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনা এখনও রীতিমতো শিহরণ জাগায়। এরই মধ্যে সোমবার মাঝরাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমান AI-১৮০-এর। জানা গিয়েছে, সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল এই বিমানটি। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় আর কোনও ঝুঁকি নেননি পাইলট। তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে।
বিস্তারিত আসছে...