scorecardresearch

‘সীমা পেরোলে অভিষেকের সঙ্গে কথোপকথন ফাঁস করব’, হিরণকে হুঁশিয়ারি অজিত মাইতির

খড়গপুর সদরের বিজেপি বিধায়ককে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অজিত মাইতি।

ajit maiti threats hiran to leak conversation of meeting with abhisek
হিরণকে হুঁশিয়ারি অজিত মাইতির।

খড়গপুর সদরের বিজেপি বিধায়ককে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অজিত মাইতি। হিরণের দলবদলের জল্পনা মিটতে না মিটতেই কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা। ‘বেশি বাড়াবাড়ি করলে অভিষেকের সঙ্গে যা কথা হয়েছে সব বলে দেব।’ তোলপাড় ফেলা মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন অজিত মাইতি। সোমবারই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করতে শোনা যায় হিরণকে। রাজ্যের শাসকদল তাঁর ছবি নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন হিরণ।

ফের চর্চায় হিরণ। সোমবারই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই সাম্প্রতিক সময়ে বাংলা ছবিতে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করতে দেখা যায় হিরণকে। শুধু তাই নয়, তাঁর ছবি নিয়ে তৃণমূল রাজনীতি করছে বলেও অভিযোগ করেন হিরণ।

আরও পড়ুন- আজ বীরভূমে মমতা, ‘নামগন্ধ’ই নেই কেষ্টর! পাকাপাকিভাবে ছাঁটার পালা আজই শুরু?

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রোডিউসার। মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমার সময় পাশে উনি ছিলেন। আমি ভোটে জেতার পর উনি আমায় ফোন করেছিলেন। উনি বলেছিলেন তুই জিতেছিস আমি খুশি। কিন্তু তোকে সিনেমায় নিলে ছবি রিলিজ করতে দেবে না।’ এছাড়াও রাজ্যের শাসকদলকে নিশানা করে হিরণ আরও বলেন, ‘তৃণমূল এত নীচে নেমে গিয়েছে যে আমার ছবি নিয়েও রাজনীতি করছে। এরপর ভিডিও নিয়ে আসবে। এরপর আরও অনেক কিছু নিয়ে আসবে।’

হিরণের এই মন্তব্য শুনেই তেলেবেগেুনে জ্বলেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তাঁর সঙ্গেই হিরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন বলে গুঞ্জন ছড়ায়। দিন কয়েক আগে তৃণমূলের অফিসে বসা হিরণের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে হিরণের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের এই তৃণমূল নেতাকেই।

আরও পড়ুন- ‘বিপদ’ বুঝেই আইফোনের ডেটা ডিলিট? পুনরুদ্ধারে চোখ কপালে ED-র, তলব শান্তনুকে

এদিন হিরণকে হুঁশিয়ারি দিয়ে অজিত মাইতি বলেন, ‘অভিষেকের কাছে আত্মসমর্পণ করেছেন হিরণ। সীমা লঙ্ঘন করলে প্রকাশ করব বৈঠকের কথোপকথন। অভিষেকের অফিসের সব কথোপকথন প্রকাশ্যে আনব। হিরণ ওখানে কী বলেছেন, অভিষেক কী বলেছেন, আমি কী বলেছি, সব বলব। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে বৈঠক হয়েছিল। সেটাকেও ও যদি বলে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, তাহলে আদালতে চ্যালেঞ্জ করুক।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ajit maiti threats hiran to leak conversation of meeting with abhisek