scorecardresearch

বড় খবর

ভ্যালেন্টাইন ডে-তে ‘কাউ হাগ ডে’, মোদীকে বিঁধে ভয়ঙ্কর কটাক্ষ অখিল গিরির

কাউ হাগ ডে নির্দেশিকা নিয়েই প্রধানমন্ত্রীকে কটাক্ষ অখিলের।

akhil giri criticize pm modi regarding cow hug day controversy
এবার অখিল গিরির নিশানায় প্রধানমন্ত্রী।

ফের বেফাঁস মন্ত্রী অখিল গিরি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে জোর চর্চায় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ‘নরেন্দ্র মোদী গরুকে জড়িয়ে ধরছেন, আহ কী সুন্দর’, সম্প্রতি একটি জনসভায় গিয়ে এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল নেতাকে। যা নিয়ে ফের একবার তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে মন্তব্য করে বেনজির চর্চায় জড়িয়ে ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ঘটনার জল গড়িয়েছিল দিল্লি পর্যন্ত। কেন্দ্রীয় মানবাধিকর কমিশন নোটিশ ধরিয়েছিল অখিল গিরিকে। অখিল গিরির নামে একাধিক মামলাও দায়ের করা হয়েছিল। এরাজ্য তো বটেই এমনকী দিল্লির থানায় অখিল গিরির নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।

অখিল গিরির মন্তব্য নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শেষমেশ দলের চাপে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। এবার ফের একবার বেফাঁস মন্তব্যে খবরের শিরোনামে অখিল গিরি। এবার কারামন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- হালকা শীত ও সঙ্গে কুয়াশায় শুরু সকাল, কাল থেকেই ওয়েদারে বিরাট চেঞ্জ!

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দিনটি ‘কাউ হাগ ডে’ পালনের নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। যদিও পরবর্তী সময়ে ওই নির্দেশিকা প্রত্যাহারও করে নেওয়া হয়। কেন্দ্রের বিজেপি সরকারের ভ্যালেন্টাইন ডে-তে ‘কাউ হাগ ডে’ পালনের নির্দেশিকা নিয়েই এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন এই তৃণমূল নেতা।

অখিল গিরি বলেন, ‘১৪ তারিখে ভ্যালেন্টাইন ডে ছিল, ভালোবাসা দিবস। ছেলেমেয়েরা সব ভালোবাসা, ফোন করে এসব, ফুল দেয়, গোলাপ ফুল দেয়। একজন মানুষকে, আর একজন মানুষের ভালোবাসা। ভাগ্যিস ভালো ওই গরু, ষাঁড়টাকে ধরেনি। ষাঁড় যদি গুঁতিয়ে দিত, পেটে লেগে যেত, ফুসস। নরেন্দ্র মোদী গরুকে জড়িয়ে ধরছে, আহ কী সুন্দর। আমি আর কী বলব, গরু যদি নরেন্দ্র মোদীকে গুঁতিয়ে দেয়, আমি কী করব এখন।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Akhil giri criticize pm modi regarding cow hug day controversy