Akhil Giri: অখিল গিরির (Akhil Giri) ডিগবাজি! গতকাল কাঁথির মহিলা ফরেস্ট রেঞ্জারকে নজিরবিহীনভাবে বেয়াদপ, জানোয়ার বলে আক্রমণ করেছিলেন রাজ্যের কারামন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভার এই সদস্যের সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে বিদ্যুৎ গতিতে। তারপরেই দলের অন্দরে পের একবার চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রবীণ এই মন্ত্রীকে। শেষমেশ চাপে পড়ে নিজের মন্তব্যের জন্য ফের একবার অনুতাপ প্রকাশ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির।
অনুতাপ প্রকাশ করে এবার কী বললেন অখিল গিরি?
"আমি রাগান্বিত হয়ে একটু উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি, সেটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা আমি বলেছি, সেটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম, তাহলে অন্য পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত ওখানে। তিন-চারশো লোক ঝাঁপিয়ে পড়বে ওখানে। বর্তমানে কাঁথির রেঞ্জার যিনি আছেন তাঁর কথাবার্তা জেলা প্রশাসনের কেউ পছন্দ করেন না। উনিই পরিস্থিতিটা জটিল করেছেন। হয়তো আমি মন্ত্রী হিসেবে আমার ওই কথাটা বলা ঠিক হয়নি। কিন্তু পুলিশ তাঁকে বোঝানোর চেষ্টা করেছে, উনি সেটাও শোনেনি। ওই রেঞ্জারের জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।"
রেঞ্জারকে আক্রমণ করে গতকাল কী বলেছিলেন অখিল গিরি?
“আপনি সবাইকে নিয়ে চলুন। বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু সাত-আটদিন কিংবা দশ দিন। কে বিট অফিসার আমি জানি। ফরেস্টে কী কাজ হয়! কত বড় দুর্নীতি আমরা সব জানি। বিট অফিসারের বিরুদ্ধে কী আছে আমি জানি। সব ফাঁস করে দেব বিধানসভায়। আপনি আমাকে চেনেন না! আপনি এখানে থাকবেন না। ওরা থাকবে সারা বছর।”
আরও পড়ুন- Akhil Giri: ‘বেয়াদপ, জানোয়ার’, মহিলা ফরেস্ট অফিসারকে আক্রমণ অখিল গিরির! বলে দিলেন চাকরির ‘আয়ু’
ফরেস্ট অফিসারকে শাসানি দিয়ে মন্ত্রী আরও বলেন, “উনি কারও কথা শুনবেন না, এত বড় ক্ষমতা! এই সপ্তাহে কী হয় আপনারা দেখুন। এর ভিতরে যদি আপনি আসেন, আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম! সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। এমন বেয়াদপ, জানোয়ার রেঞ্জার আসেনি কখনও। আপনাদের ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, ডাং দিয়ে পেটাব না…তখন বুঝবেন!”
আরও পড়ুন- Mango Festival: আমের বিরিয়ানি খাবেন? চাই আমের পায়েস? সুপারহিট ‘আম মেলা’-য় ছুটে যান এখনই!
উল্লেখ্য, শনিবার তাজপুরে (Tajpur) সমুদ্র সৈকত বরাবর অস্থায়ী কিছু দোকান উচ্ছেদ ঘিরে বিতর্কের সূত্রপাত। কাঁথির মহিলা রেঞ্জারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এরই মধ্যে সেখানে গিয়ে ফরেস্ট অফিসারকে আক্রমণ শুরু করেন মন্ত্রী অখিল গিরি। আঙুল উঁচিয়ে বারবার শাসানি পর্যন্ত দিতে দেখা যায় মন্ত্রীমশাইকে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় অখিল গিরিকে।
আরও পড়ুন- Eastern Rail: অভাবনীয় কীর্তির অভূতপূর্ব নজির রেলের! জাতির স্বার্থে এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা
বিরোধীরা তো বটেই, দলের অন্দরে ফের একবার প্রবল সমালোচিত হন কারামন্ত্রী অখিল গিরি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে অখিল গিরির এই মন্তব্যের সমালোচনা করেন। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে অখিল গিরিকে আবারও একবার সতর্ক করা হয়। তৃণমূলের শীর্ষ নেতাদের পরামর্শ মতোই এবারও অখিল গিরি নিজের মন্তব্যের জন্য কার্যত ক্ষমা স্বীকার করলেন।
এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে (Droupadi Murmu) নিয়ে অখিল গিরির করা মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিরোধীরা তো বটেই, জাতীয় স্তরের একাধিক নেতাও পশ্চিমবঙ্গ সরকারের এই মন্ত্রীর রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্যের সমালোচনায় সরব হন। সেবারও ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন অখিল গিরি।