Advertisment

সরকারি দফতরে তাণ্ডব, পুলিশের জালে মন্ত্রীর ভাগ্নে

অভিযোগ, সরকারি দফতরের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট, কম্পিউটার ভেঙে দিয়েছেন সুমন মাইতি।

author-image
IE Bangla Web Desk
New Update
akhil giris nephew suman maity arrest for vandalising governments offices

কড়া প্রশাসন।

মন্ত্রীর ভাইপো, তাই প্রভাব খাটিয়ে সরকারি অফিসার সহ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার রাজ্যের মন্ত্রী অখিল গিরির ভাগ্নে।

Advertisment

রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির ভাগ্নে সুমন মাইতি সরকারি গ্রুপ ডি-কর্মী। কাঁথির দেশপ্রাণ ব্লকের কৃষি দফতরে কর্মরত সে। অভিযোগ, প্রভাবশালী হওয়ায় সরকারি দফতরে মাঝে-মধ্যেই তাণ্ডব চালায় সে। গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট, কম্পিউটার ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া তাঁর উস্কানিতেই ওই দফতরের অন্যান্য কর্মীরা অফিস ঘেরাও করে। ফলে আটকে পড়েন সরকারি অফিসাররা। বাধা দিয়েও লাভ হয়নি।

কিন্তু মন্ত্রীর ভাগ্নে হওয়ায় এতদিন কৃষি দফতরের অফিসাররা সুমন মাইতির বিকুদ্ধে কোনবও পদক্ষেপ করতে পারেননি। যদিও সাম্প্রতিক ঘটনার ধৈর্য্যের বাধ ভেঙে যায়। অভিসারদের দাবি, গ্রুপ ডি কর্মী হলেও অভিযুক্ত সুমন মাইতির আচার-আচরণ শীর্ষ অফিসারদের মতো। অফিসের একটি ঘর দখল করে সেখানেই বসেন তিনি। কর্মীদের নানা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তিনি।

ফলে অসন্তোষ বাড়তে থাকে অফিসারদের। শুক্রবার দেশপ্রাণের বিডিও শুভজিৎ জানা, কৃষি অধিকর্তা নির্মল কুমার দিন্দা সকলেই মন্ত্রীর ভাগ্নে সুমনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় ওই যুবককে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc East Midnapore
Advertisment