ফের একবার আবহাওয়াজনিত অসহ্যকর পরিস্থিতির মুখে বাংলা। অধিকাংশ জেলাই পড়তে চলেছে তাপপ্রবাহের মুখে। আপাতত দিন চারেক রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বাদে বাকি সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। আর্দ্রতাজনিত ভয়ঙ্কর অস্বস্তিতে প্রাণ ওষ্ঠাগত হতে পারে আট থেকে আশির।
ফের এক দফায় তাপপ্রবাহের মুখে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দেশের পশ্চিমের রাজ্যগুলি থেকে হু-হু করে শুকনো ও গরম হাওয়া ঢুকছে রাজ্যে। তারই জেরে আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও রাজ্যের প্রায় সর্বত্র অসহ্য গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন- মাস পয়লায় দারুণ খবর! একধাক্কায় বেশ খানিকটা কমল রান্নার গ্যাসের দাম
দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ বেড়ে জ্বালা ধরাবে গরম। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন ভয়ঙ্কর গরমের সঙ্গী হবে আর্দ্রতাজিত চরম অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে আজ তাপপ্রবাহ চলবে। এছাড়াও তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদ ও নদিয়া জেলাও। এরই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
আরও পড়ুন- বোমা ফাটালেন ‘কালীঘাটের কাকু’র দাদা, অভিষেককে জড়িয়ে বিস্ফোরক দাবি
বৃষ্টি নিয়ে কী আপডেট?
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদেও। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। আপাতত দিন কয়েক এমনই অবস্থা চলবে।