Ration Scam: রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান (Anisur Rahman) ও তার দাদা আলিফ নূর রহমান ওরফে মুকুলের ক্ষেত্রেও চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে। এবার নিউ দিঘায় (Digha) আনিসুরের দাদা আলিফ নূর ওরফে মুকুল রহমানের বিলাসবহুল হোটেলের খোঁজ মিলল। রাজ প্রাসাদের ন্যায় ওই হোটেলের সূচনায় টলিউডের (Tollywood) এক বিখ্যাত অভিনেতা এসেছিলেন বলে জানা গিয়েছে।
বাংলার রেশন দুর্নীতির পরতে পরতে রহস্য। ইতিমধ্যেই রেশন দুর্নীতির টাকার সঙ্গে বিদেশের যোগ পেয়েছে ED। রেশন দুর্নীতির টাকায় দুবাইয়ে (Dubai) সম্পত্তি কেনা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ইডি গ্রেফতার করেছে দেগঙ্গায় তৃণমূলের নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূর রহমান ওরফে মুকুল রহমানকে।
এবার আলিফ নূর রহমান ওরফে মুকুলের বিলাসবহুল হোটেলের খোঁজ মিলল নিউ দিঘায়। তদন্তকারীদের দাবি মুকুলের সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগ ছিল। তবে কি দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতেই নিউ দিঘায় বিলাসবহুল হোটেল? প্রশ্নটা কিন্তু ক্রমশ গাঢ় হচ্ছে।
আরও পড়ুন- Success Story: অকল্পনীয় কৃতিত্ব! শ্রেষ্ঠত্বের দিগন্তজোড়া স্বীকৃতি ঝুলিতে পুরেও পা মাটিতেই সুন্দরবনের প্রত্যন্ত গাঁয়ের যুবকের
বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই নিউ দিঘার (New Digha) ওই হোটেলের সামনে সংবাদমাধ্যমের ভিড় বাড়তে থাকে। যদিও হোটেলের কোনও কর্মী বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
আরও পড়ুন- Jobs in West Bengal: চাকরির বিরাট দরজা খুলে গেল বাংলায়! হাজার হাজার নিয়োগের ঘোষণা খোদ মন্ত্রীর!