Alipore zoo : দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে এক অভিনব দৃশ্যের সাক্ষী আলিপুর চিড়িয়াখানা। প্রথমবারের মতো, মানুষেরা খাঁচায় বন্দি, আর রঙ-বেরঙের পাখিরা উঁকি দিয়ে দেখছে তাদের সকলকে । ১৫০ বছরের ইতিহাসে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের এমন উদ্যোগ রীতিমত প্রশংসা কুড়িয়েছে। আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, গ্রিন অ্যানাকোণ্ডা আনার বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি চিড়িয়াখানা আসতে চলছে একজোড়া গ্রিন অ্যানাকোন্ডা। আর তা নিঃসন্দেহেই দর্শকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
Advertisment
চিড়িয়াখানার স্বর্ণময়ী হাউজের পাশে নতুন একটি এনক্লোজার তৈরি করা হয়েছে। যেখানে পর্যটকরা ৬০ মিটার লম্বা এবং ৪ মিটার উঁচু কাচের তৈরি খাঁচার ভিতর থেকেই ময়ূর, ঘুঘু, টিয়া, ময়না, চন্দনার মতো পাখিকে দেখতে পাচ্ছেন। সম্প্রতি বনমন্ত্রী বীরবাহা হাঁসদা নয়া এই এনক্লোজারের উদ্বোধন করেছেন এবং সোমবার থেকেই তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে এনক্লোজারটিতে প্রবেশের জন্য আলাদা টিকিট লাগবে না, সকল দর্শনার্থীরা ৫০ টাকা দিয়েই সব কিছু দেখতে পারবেন। শীতের মরশুমে আলিপুর চিড়িয়াখানা বরাবরই মানুষের আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, শীতের এই মরসুমে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকে লেপার্ড ক্যাট এবং গ্রিন অ্যানাকোণ্ডা আনার উদ্যোগ চলছে।
Advertisment
এই নতুন এনক্লোজারে ১২-১৪ প্রজাতির পাখি রয়েছে। পাশাপাশি রয়েছে কিছু জলজ পাখিও। সবমিলিয়ে শীতের চিড়িয়াখানা যে জমজমাট হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।