একদিকে চিতাবাঘের হানায় শিশুর মৃত্যু। অপরদিকে কাঠমাফিয়াদের হাত থেকে জঙ্গল বাঁচাতে গিয়ে বনকর্মীর ছোড়া গুলিতেই জখম বনকর্মী। বন এলাকার দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারে।
মাদারিহাট ব্লকে চিতা বাঘের হানায় মৃত্যু হল এক শিশুর। বছর পাঁচেকের ওই শিশুর নাম ইডেন নায়েক। ধুনচিপাড়া চা বাগানে বাড়ির কাছে বন্ধুদের সাথে খেলছিলো শিশুটি। তার বাবা কুণাল নায়েক জানান, ধুনুচিপাড়া চাবাগানের ১২ নং লাইনে বাড়ির কাছেই বন্ধুদের সাথে খেলছিল ইডেন। ‘‘বাড়ি ফেরানোর জন্য ওকে ডাকতে গেলে এলাকার অন্য বাচ্চারা বলে, চা বাগান থেকে বড় চিতাবাঘ এসে ইডেনের ঘাড়ে ঝাপিয়ে পড়ে ওকে বাগানের মধ্যে নিয়ে গেছে।’’ পরে চা বাগানের ভেতর থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ।
আরও পড়ুন, পুলিশের পিঠের চামড়া খুলে নেওয়ার হুমকি বিজেপি রাজ্য সভাপতির
এদিকে অপর একটি ঘটনায়, বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত জঙ্গলে কাঠ মাফিয়াদের পাকড়াও করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন একজন বনকর্মী। বুধবার ভোর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গলের দক্ষিণ রায়ডাক রেঞ্জের জঙ্গলে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বনকর্মীর নাম কার্তিক গুহরায়। তিনি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী এলাকার বাসিন্দা। দক্ষিণ রায়ডাক রেঞ্জের জঙ্গলে কর্মরত ছিলেন।
বুধবার ভোররাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান শুরু করে বনদফতর। জঙ্গলের ভেতর ১০ থেকে ১২ জনের একটি কাঠ পাচারকারীর দলকে জঙ্গলে কাঠ কাটতে দেখেন বনকর্মীরা। কাঠ মাফিয়ারা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে শুরু হয় গুলির লড়াই। সেই সময়ে এক বনকর্মীর ছোড়া গুলি পায়ে লাগে কার্তিক বাবুর।
এরপর তাকে প্রথমে আলিপুরদুয়ার হাসপাতালে পরে তাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়।বর্তমানে তিনি শিলিগুড়ির এক বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ফরেস্ট উইং-এর রাজ্যের কার্যকরী সভাপতি বিজয় ধর জানান অন্ধকারে যখন গুলির লড়াই চলছে তখন কার্তিক বাবু বিপদের পরোয়া না করে কাঠমাফিয়া দের ধরতে বেশ খানিকটা এগিয়ে গেলে পিছন থেকে অপর এক বনকর্মীর ছররা বন্দুকের গুলি পায়ে লাগে কার্তিক বাবুর। আপাতত শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।