Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, বুধবার রাজ্যের সব হাসপাতালে আউটডোর বন্ধের ডাক

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদের উত্তাল রাজ্য। দেরিতে হলেও শেষমেষ তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে পথে নেমে প্রতিবাদ সোচ্চার হয়েছেন অপর্ণা সেন, মীরাতুন নাহারের মতো বুদ্ধিজীবীরা। আরজি কর কাণ্ডের আঁচ রাজ্যের সীমা ছাড়িয়ে পড়েছে ভিনরাজ্যেও। দিকে দিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
rg kar case cbi kolkata police binit goyel, আরজি কর, কলকাতা পুলিশ

RG Kar case: সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আন্দোলন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

RG Kar Case: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে এবার গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড়সড় ধাক্কার ডাক। হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। আগামিকাল বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকলে আগামিকাল রাজ্যজুড়ে রোগী পরিষেবা চূড়ান্তভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদের উত্তাল রাজ্য। দেরিতে হলেও শেষমেষ তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে পথে নেমে প্রতিবাদ সোচ্চার হয়েছেন অপর্ণা সেন, মীরাতুন নাহারের মতো বুদ্ধিজীবীরা। আরজি কর কাণ্ডের আঁচ রাজ্যের সীমা ছাড়িয়ে পড়েছে ভিনরাজ্যেও। দিকে দিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন।

এবার নৃশংস এই খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাতেই বড়সড় ধাক্কার ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। আগামিকাল সকাল ৮ টা থেকে বিকেল চারটে পর্যন্ত হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করের সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙা শুরু, প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টার অভিযোগ

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার আবহাওয়া তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে আউটডোর পরিষেবা বন্ধ থাকার জেরে রোগীরা চরম হয়রানি শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- Rg Kar Case-Aparna Sen: ‘চটিচাটা’ বুদ্ধিজীবীরা দূর হটো, আরজি করে পৌঁছোতেই বেনজির কটাক্ষের মুখে অপর্ণা সেনরা

আরও পড়ুন- RG Kar Case: ‘কলকাতার নাগরিক হিসেবে লজ্জিত!’ আরজি কর কাণ্ডের প্রতিবাদ অপর্ণার, মমতা-সরকারের অবসান চাইলেন মীরাতুন

RGKar medical college & hospital RG Kar Medical College Doctors Death
Advertisment