RG Kar Case: আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামিকাল অর্থাৎ ১৪ আগস্ট, 'মেয়েরা রাতের দখল নাও' শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও 'মেয়েরা রাত দখল করো' শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন অভিনব ক্যাম্পেন নিয়ে সিপিএমকে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে দিকে দিকে বিক্ষোভ-আন্দোলন জারি। আগামিকাল বুধবার রাজ্য জুড়ে সমস্ত বেসরকারি- সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
অন্যদিকে কাল রাতেই, আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদের ডাক সোশ্যাল দুনিয়ায়। 'মেয়েরা রাতে দখল নাও', শীর্ষক ক্যাম্পেন চলছে দিকে দিকে। ১৪ আগস্ট রাত ১১:৩০ টায় শহর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, কলেজ স্ট্রিট, কলকাতা দক্ষিণ শহরতলির যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড চত্বরে মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
জেলাগুলিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে একইভাবে কাল রাত সাড়ে ১১টায় মেয়েদের জমায়েতের ডাক দিয়েছে SFI, DYFI, AIDWA-র মতো বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, বুধবার রাজ্যের সব হাসপাতালে আউটডোর বন্ধের ডাক
আরও পড়ুন- RG Kar Case: আরজি করের সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙা শুরু, প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টার অভিযোগ
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই অভিনব ক্যাম্পেনের প্রতিবাদ জানিয়ে সিপিএমকে দুষেছেন। এক্স হ্যান্ডলে কুণাল লিখেছেন, "সিপিএমের বিপ্লবীরা আগে বর্ণালী দত্ত, ডাঃ অনিতা দেওয়ান, তাপসী মালিক, ধানতলা, নন্দীগ্রামের হিসেব দিক। আর রাতের জমায়েত? রোজ রাত আর ভোরে এই বাংলায় অসংখ্য মা, বোন যাতায়াত করেন। গ্রাম থেকে স্টেশন, রেল ধরে শহর। কতরকম কাজ। দেখুন। বুঝুন। রাত জমায়েতের নাটক দরকার নেই।"
আরও পড়ুন- Rg Kar Case-Aparna Sen: ‘চটিচাটা’ বুদ্ধিজীবীরা দূর হটো, আরজি করে পৌঁছোতেই বেনজির কটাক্ষের মুখে অপর্ণা সেনরা