Advertisment

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা: তোলপাড় ফেলা কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

কী নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত?

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court ordered to transefer medical entrance case from calcutta highcourt

সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)

এসএসসিতে নিয়োগ দুর্নীতি সব মামলার তদন্ত কলকাতা হাইকোর্টে ফিরিয়ে তা আগামী দু'মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

Advertisment

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামী ৩মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম গ্রুপ ডি, গ্রুপ সি সহ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত মামলা রয়েছে তার সমাধান করতে হবে।

আরও পড়ুন- দুর্নীতির পাহাড়ে অবাধ বিচরণ মিলমালিক থেকে এজেন্টদের, কোন পথে ‘লুঠতরাজ’?

নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী কী পাওয়া গিয়েছে, জানা গিয়েছে তা এদিন আদালতকে জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এ বিষয়ে এদিন আদালতে চারটি রিপোর্টও জমা দেওয়া হয়। এরপরই নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের স্থানান্তর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

WB SSC Scam supreme court
Advertisment