Advertisment

Government Hospital: প্রাণান্তকর গরম, রোগীদের নিয়ে কী করল সরকারি হাসপাতাল

Hot Weather In Bengal: হাসপাতালের সিদ্ধান্তে খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
All the patients of Baruipur Hospital were shifted to AC rooms in extreme heat , অতি গরমে বারুইপুর হাসপাতালের সব রোগীকে এসি ঘরে সরানো হল

Hospital: বারুইপুর হাসপাতালে কী এমন করা হয়েছে?

Baruipur Hospital: তাপপ্রবাহের হাত থেকে এখনই নিস্তার পাচ্ছেন না বঙ্গবাসী। সারা দক্ষিণবঙ্গ জুড়েই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নাজেহাল পরিস্থিতি। বিশেষ করে রোগীদের প্রাণান্তকর অবস্থা। এই অবস্থায় রোগীদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকারি হাসপাতালগুলো।

Advertisment

প্রবল গরমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি রোগীদের থাকার জন্য শীতাতপ নিয়ন্ত্রীত ওয়ার্ডের ব্যবস্থা করা হল। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে পুরুষ ওয়ার্ডে প্রায় ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। কিন্তু পুরুষ ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় ভর্তি থাকা রোগীরা খুবই কষ্ট পাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে চিকিৎসাও ব্যাহত হচ্ছিল। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, প্রবল গরমে ওই ওয়ার্ডে থাকতে খুবই সমস্যায় পড়তে হচ্ছিল। এমনকী একটু সস্তির জন্য বাড়ি থেকে পাখাও নিয়ে এসেছিলেন কেউ কেউ।

আরও পড়ুন- SSC Recruitment Scam Verdict: এসএসসির বাতিলদের তালিকায় একমাত্র ছাড় শুধু সোমাকেই! জানেন কেন?

এই অসুবিধার কথা ভেবেই সোমবার পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগীদের হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রীত অন্য একটি ঘরে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের সিদ্ধান্তে খুশি রোগী ও তাঁদের আত্মীয়রা।

Baruipur
Advertisment