ফুঁসছে তিলজলা, শিশুকন্যা খুনে বন্ডেল গেটে রেল অবরোধ, পিকনিক গার্ডেনেও ধুন্ধুমার

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় তিলজলা।

ফুঁসছে তিলজলা, শিশুকন্যা খুনে বন্ডেল গেটে রেল অবরোধ, পিকনিক গার্ডেনেও ধুন্ধুমার
ট্রেন অবরোধের সময়কার ছবি।

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় তিলজলা। রবিবার থানায় ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুরের পর এবার রেল অবরোধ। বন্ডেল গেটে অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। এমনকী বুকে পোস্টার লাগিয়ে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায়ও বসে পড়েন। কয়েকজন বিক্ষোভকারী পিকনিক গার্ডেন-হাওড়া রুটের একটি বাসের ছাদেও উঠে পড়েন। তাঁদের দাবি, শিশুমৃত্যুতে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বন্ডেল গেটে অবরোধের জেরে গড়িয়াহাট ও বালিগঞ্জে ব্যহত যানচলাচল। রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়। চরম ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

রবিবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেওয়ার পর সোমবার সকালেও থমথমে তিলজলা। উল্লেখ্য, রবিবার সকাল থেকে তিলজলার বাসিন্দা বছর আটেকের এক নাবালিকার খোঁজ মিলছিল না। শেষমেশ সন্ধে নাগাদ ওই এলাকারই একটি ফ্ল্যাট থেকে নাবালিকার হাত-পা-মুখ বাঁধা দেহ উদ্ধার হয়। এর পরেই তুমুল উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নাবালিকাার খোঁজ না পেয়ে বেলাতেই থানায় অভিযোগ দায়ের করেছিল পরিবার। স্থানীয়দের দাবি, সিসিটিভিতে ওই নাবালিকাকে পাশেই একটি বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল।

YouTube Poster

আরও পড়ুন- ঝড়-বৃষ্টির প্রকোপ আজ থেকে আরও বাড়বে, কোন কোন জেলায় তুমুল দুর্যোগ?

প্রথমে মেয়েটির বাড়ির লোকজনদের থেকে অভিযোগ পেয়ে ওই এলাকায় তল্লাশিতে যায় পুলিশ। তবে নাবালিকার খোঁজ মেলেনি। স্থানীয়দের অভিযোগ, নাবালিকার খোঁজ করতে যথেষ্ট তৎপরতা শুরু থেকে নেননি পুলিশকর্মীরা। পরে ওই এলাকারই একটি ফ্ল্যাটের ভিতর থেকে নাবালিকার হাত-পা-মুখ বাঁধা দেহ উদ্ধার করা হয়। নাবালিকার দেহ উদ্ধারের পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোচ্চার হন বাসিন্দারা।

এরপরেই একদল বাসিন্দা ধেয়ে যান তিলজলা থানায়। থানা ঘেরাও করে শুরু হয় ইট-বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে বাইরে বেরিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তবে শুরুতে বিক্ষোভকারীদের সামাল দেওয়া কার্যত কঠিন হড়ে পড়ে পুলিশের কাছে। পরে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে। ততক্ষণে অবশ্য ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। শেষমেশ লাঠিচার্জ করে এলাকা ফাঁকা করে দেয় পুলিশ। তিলজলার অলিতে গলিতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।

আরও পড়ুন- ‘পিসি-ভাইপোর গুডবুকে থাকতে মৃত বাবাকেও চোর বলছেন’, উদয়ন-উবাচে ‘লজ্জিত’ শুভেন্দু

এদিকে, যে ফ্ল্যাটটি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে তার মালিক অশোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, থানায় হামলার ঘটনাতেও স্থানীয় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতের এই ঘটনার পর সোমবার সকালেও গোটা এলাকার পরিস্থিতি বেশ থমথমে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Allegation of abduction and murder of a minor in tiljala

Next Story
ঝড়-বৃষ্টির প্রকোপ আজ থেকে আরও বাড়বে, কোন কোন জেলায় তুমুল দুর্যোগ?
Exit mobile version