Advertisment

AC Machine: জ্বালাপোড়া গরমে প্রাণ জুড়োচ্ছে AC, ঘর ঠান্ডার এই মেশিন নিয়েই নয়া আশঙ্কা-দুর্ভোগ!

Air Conditioner Machine: অসহ্য গরম থেকে মুক্তি পেতে এখন এসি মেশিন কেনার হিড়িক প্রবলভাবে বেড়ে গিয়েছে শহর থেকে জেলায়। দিন যত যাচ্ছে এসি আর বিলাসবহুল সামগ্রী নয়, এটি এখন বেশ অপরিহার্য্য ঠেকছে অনেকের কাছেই। এবার ঘর ঠান্ডা রাখার এই যন্ত্র নিয়েই নতুন এক আশঙ্কা দানা বেঁধেছে।

author-image
Nilotpal Sil
New Update
Tips to reduce AC bills

AC Machine: এসি মেশিন নিয়ে গুরুত্বপূর্ণ এই খবরটি আগে পড়ুন।

Air Conditioner Machine: ভরা গ্রীষ্মের দাবদাহ পরিস্থিতি চলছে এখনও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অসহ্যকর ভ্যাপসা গরমে ত্রাহী ত্রাহী রব উঠেছে! শহর থেকে জেলা সর্বত্র, AC বা এয়ার কন্ডিশনার মেশিন বিক্রিও চলছে দুরন্ত গতিতে।

Advertisment

অসহ্যকর জ্বালাপোড়া গরম থেকে মুক্তিতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যে হারে গরম পড়ছে তাতে করে এসি মেশিন এখন আর বিলাসবহুল সামগ্রী মধ্যে পড়ছে না। দিন যত এগোচ্ছে এটি ততই যেন অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠছে অনেকের কাছেই।

এবারের গ্রীষ্মে একটানা তাপপ্রবাহ চলেছে রাজ্যের জেলায় জেলায়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২, ৪৩ ছাড়িয়ে ৪৫ ডিগ্রির গণ্ডিও টপকে গিয়েছিল কোনও কোনও জেলায়। অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে এসি কেনার হিড়িক এবারের গ্রীষ্মে তুমুলভাবে বেড়ে গিয়েছিল।

আরও পড়ুন- Google Pay: বন্ধ হয়ে গেল Google Pay? বিরাট এই খবর আগে পড়ুন! কী জানাল সংস্থা?

তবে গ্রীষ্ম কাটিয়ে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখনও বেশ সঙ্গীন। বর্ষা আটকে উত্তরেই। ভ্যাপসা গরমে নাকাল হচ্ছে আট থেকে আশি। এই পরিস্থিতিতে এসি বিক্রিও বেড়েই চলেছে। দক্ষিণ কলকাতার একটি ইলেকট্রনিক্স শোরুমের কর্মী বিজয় সরদার। তিনি বললেন, "এবছর ভরা গ্রীষ্মে তুমুলভাবে বেড়ে গিয়েছিল এসি বিক্রি। এখনও প্রতিদিন অনেকেই আসছেন এসি কিনতে। অনেকে না কিনলেও এসির ব্যাপারে খোঁজখবর নিয়ে যাচ্ছেন। আমাদের শোরুম থেকে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০টা করে এসি বিক্রি হচ্ছে।"

অন্যদিকে শহরতলির এক ইলেকট্রনিক্স শোরুমের কর্মী তপন বারিক। তিনি বললেন, "এখন অনেক সাধারণ মানুষও এসি কিনছেন। এসি বিক্রি বেড়ে যাওয়ায় সংস্থাগুলিও ইনস্টলেশনের জন্য বেশি করে কর্মী নিয়োগ করছে। আমাদের শোরুম থেকে গড়ে প্রতিদিন ৮-১০টা এসি বিক্রি হচ্ছে।"

আরও পড়ুন- Air Conditioners: AC নিয়ে এখনই সতর্ক হোন! বিধ্বংসী বিপদ এড়াতে এই কাজটি আজই করুন

তবে এসির ইনস্টলেশন নিয়ে এখনও কিছু অভিযোগ রয়ে গিয়েছে। দিন দুয়েক আগেই এসি কিনেছেন বারুইপুরের ভবতোষ ভট্টাচার্য। তিনি বললেন, "আমাকে বলেছিল এসি কেনার পরের দিনেই বাড়িতে লোক যাবে ইনস্টলেশন করতে। দু'দিন কেটে গেলেও এদের পাত্তা নেই। ফোন করলে বলল আরও দু'দিন সময় লাগবে। লোক কম আছে।"

এদিকে গ্রীষ্মের ভরা মরশুম পার করে বঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও অসহ্যকর গরম থেকে মু্ক্তি নেই। আর তাই অসহনীয় দশা থেকে মুক্তি পেতে AC মেশিন কেনার আগ্রহেও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বরং দিন যত যাচ্ছে এসি কেনার হিড়িক যেন ততই বেড়ে চলেছে।

West Bengal Air Conditioner Ac Machine air conditioner machine
Advertisment