Sonarpur News: সন্দেশখালির ছায়া এবার সোনারপুরে। সালিশি সভা ডেকে তালিবানি কায়দায় মহিলাদের শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ তৃণমূল নেতা জামালউদ্দিন সরদারের বিরুদ্ধে। অন্যের জমি হাতিয়ে এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা প্রাসাদোপমো বাড়ি বানিয়েছেন বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে বাড়ি তৃণমূল নেতা জামালউদ্দিন সরদারের। কোনও কাজ না করেই কী করে এত বড় বাড়ি তিনি বানালেন সেই প্রশ্ন তুলেছেন এলাকার বহু বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় জমি কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে শুরু করে কারও পারিবারিক অন্য সমস্যা হলেও সব কিছুরই নাকি সমাধান জামাল ছাড়া কেউ করতে পারে না।
সোনারপুর থানার পুলিশের সঙ্গেও নাকি এই তৃণমূল নেতার ভালো মতো দহরম-মহরম আছে, এলাকায় কান পাতলেই একথা শোনা যায়। কার্যত এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখে শাসন কায়েম করত জামাল। বাড়িতেই সালিশি সভা বসিয়ে সে বিচারও করত। যারা তার প্রস্তাবে রাজি হত না তাদের উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। মহিলারাও তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি।
এলাকার তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র জানিয়েছেন, জামাল সরদার তৃণমূলের কেউ নয়। তার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "এখানকার শেখ শাহজাহানের নাম জামাল। জামাল সরদার কিছু করেন না। অথচ তার অট্টালিকা রয়েছে। তৃণমূলের কর্মীরাই ওর বিরুদ্ধে প্রতিবাদ করছে। জামাল সরদার তার বাড়িতে সালিশি সভা বসায়। থানা থেকে নাকি তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারসভা বসানোর জন্য। শিকল বেধে শাস্তি দেয়।"
আরও পড়ুন- গেট পড়ার সময় প্রাণ হাতে পারাপার বাংলার কোথায়-কোথায়? স্টেশনের নাম জানাল রেল
এক নির্যাতিতা বলেন, "আমার বাড়িতে একটু অশান্তি হয়েছিল। জামাল ওর বাড়িতে বিচার ডেকেছিল। ওর বাড়িতে গিয়েছিলাম আরা। আমাকে পায়ে শিকল দিয়ে বেঁধে মারধর করে। ওর বাড়ির লোকজনও মারধর করেছে। আমার স্বামীকেও মারধর করেছে। জামাল তৃণমূল করে। প্রথমে যেতে চাইনি বলে আমাদের ধমকিয়েছে। আমাদের বাড়িতে ঢুকিয়েই গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।"