ভোট গণনার আগের দিন মারাত্মক অভিযোগ উঠল ভাঙড়ে। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনা। আজ ছিল ভোটকর্মীদের প্রশিক্ষণ। কিন্তু ভাঙড়ে ২ নম্বর ব্লকে সেই প্রশিক্ষণের কাজ হয়নি। অর্থাৎ প্রশিক্ষণ ছাড়াই ভাঙড়ে গণনার কাজে বসবেন ভোটকর্মীরা! এমনই অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের।
সোমবার ভাঙ্গর-২ নং ব্লকের কাঁঠালিয়া হাইস্কুলে আগামীকালের গণনার জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণের আয়োজ ছিল। প্রশিক্ষণ নিতে ভোটকর্মীরা বহুদূর থেকে জড়়ো হয়েছিলেন। কিন্তু প্রশিক্ষণ হয়নি। গণনার প্রশিক্ষণ আগামীকাল (বুধবার, ১১ই জুলাই ২০২৩) সকালে হবে বলে প্রশানের তরফে জানানো হয়েছে! অর্থাৎ প্রশিক্ষণ নিয়েই গণনার কাজে লেগে পড়তে হবে ভোটকর্মীদের।
আরও পড়ুন- পুনর্নির্বাচনের দিনই বেজায় অস্বস্তি তৃণমূলের, ভয়ঙ্কর অভিযোগে এনআইএ-র জালে জোড়া-ফুল প্রার্থী
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি, ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও নিজেই নাকি জানিয়েছেন যে তাঁকে প্রশিক্ষণের কাজ এদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। তাঁর মতে, আমরা সকলেই জানি যে গণনার দিন প্রশিক্ষণের কাজ কার্যত অসম্ভব। অর্থাৎ গণনার প্রকৃত প্রশিক্ষণ ছাড়াই সেই কাজ করতে হবে ভোটকর্মীদের।
আরও পড়ুন- বিরাট ধাক্কা অভিষেকের, কুন্তলের চিঠি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
ভাস্কর ঘোষের অভিযোগ, বুধবার ভোটের গণনা হলেও গণনা কর্মীদের মঙ্গলবার বিকেল পর্যন্ত পরিচয় পত্রও দেওয়া হয়নি।
কেন হল না ভোট গণনার প্রশিক্ষণ? কেন জেলা শাসক প্রশিক্ষণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন? তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে সরকারি ওয়েবসাইটে দেওয়া ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও-র সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তা গ্রহণ করেনি।