scorecardresearch

বড় খবর

ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথরবৃষ্টি, ভাঙল জানলার কাচ

আবারও এই সেমি হাইস্পিড ট্রেনে হামলার জেরে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

Allegations of attack on Vande Bharat Express again
বন্দে ভারত ট্রেন এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

ফের বন্দে ভারত এক্সপ্রেসে হামলার অভিযোগ। এবার ফরাক্কার কাছে এই সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। ওই ট্রেনের যাত্রীদের একাংশের দাবি, পাথরের ঘায়ে ট্রেনের জানলার কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। রেলের তরফে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই অভিযোগ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সন্ধে নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে হাওড়ার দিকে ফিরছিল ট্রেনটি। ফরাক্কার কাছে ট্রেনটি পৌঁছলে বাইরে থেকে কেউ বা কারা ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, বাইরে থেকে ছোঁড়া পাথরের ঘায়ে ট্রেনটির জানলার কাচ ভেঙে গিয়েছে। এই ঘটনার জেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন- এসএসসি দুর্নীতি: জামিনের আবেদন খারিজ, কতদিন ইডি হেফাজতে শান্তনু বন্দ্যোপাধ্যায়?

পরে ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকলে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। বারবার এই ট্রেন হামলার শিকার হলেও পর্যাপ্ত সুরক্ষা কেন দেওয়া যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীদের একাংশ। পরে রেলের তরফেও জানানো হযেছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এর আগেও এই সেমি হাইস্পিড ট্রেনটি লক্ষ্য করে হামলার একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি। বন্দে ভারতকে কেন্দ্র করে বারবার শাসক-বিরোধী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এর আগে বন্দে ভারত এক্সপ্রেসে হামলার অভিযোগে বিহারের কিষাণগঞ্জ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল রেল পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Allegations of attack on vande bharat express again