/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/dead-body.jpg)
প্রতীকী চিত্র।
Barrackpore Club Incident: দুর্গাপুজোর বৈঠক ঘিরে তুমুল অশান্তির জেরে হাতাহাতি। তারই জেরে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ১২ নম্বর ওয়ার্ডের। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলের অনুগামীদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, দুর্গাপুজোর বৈঠক চলছিল এলাকারই একটি ক্লাবে। গত বছরের পুজোর আয়-ব্যয়ের হিসেব পেশ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দু'পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায়। মুহূর্তে সেই বচসা রূপ নেয় হাতাহাতির। অভিযোগ, সেই সময়ে অনুগামীদের নিয়ে ক্লাবে ঢুকে পড়েন স্থানীয় কাউন্সিলর। কাউন্সিলরদের অনুগামীদের সঙ্গে ক্লাবের সদস্যদের হাতাহাতি বেধে যায়। চূড়ান্ত ধস্তাধস্তিতে ক্লাবেরই সদস্য স্থানীয় বাসিন্দা পার্থ চৌধুরী অসুস্থ হয়ে পড়েন।
তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর পরই চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, কাউন্সিলরদের অনুগামীদের বেধড়ক মারধরের জেরেই পার্থ চৌধুরীর মৃত্যু হয়েছে।
যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চৌধুরী রিকশা থেকে নামতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই তাঁর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন ওই কাউন্সিলর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- Mohammed Salim: বড়সড় বিপাকে মহম্মদ সেলিম! কয়েকদিনেই চূড়ান্ত কঠিন পুলিশি পদক্ষেপের মুখে CPM নেতা?