Advertisment

রেয়াত পেল না স্কুলছাত্রও, ভোট সন্ত্রাসের মর্মান্তিক বলি নাবালক পড়ুয়া!

তৃণমূল সমর্থকের নাবালক ছেলেকে বোমা মেরে খুনের অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
alleged murder of school student in deganga

হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই স্কুল ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়।

এবার ভোটের বলি স্কুল ছাত্র। তৃণমূল সমর্থকের নাবালক ছেলেকে বোমা মেরে খুনের অভিযোগ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার। গতকাল রাতে দলের সভা থেকে ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ সিপিএম ও আইসএফ সমর্থিত নির্দলের বিরুদ্ধে।

Advertisment

ফের খুন। এবার ভোটের বলি স্কুলছাত্র। আইএসএফ ও সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ। এই নিয়ে গত ২৬ দিনে ১৬ জন খুনের অভিযোগ। দেগঙ্গার শোয়াই শ্বেতপুরে এবার ভোট-সন্ত্রাসের বলি একাদশ শ্রেমির স্কুলছাত্র ইমরান হাসান (১৭)। ইমরানের বাবা এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত। গকতাল রাতে বাবার সঙ্গেই ফিরছিলেন ইমরান। রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে।

রাস্তার পাশে বাড়ির ছাদ থেকে তৃণমূলের মিছিলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতেই মৃত্যু হয় বছর সতেরোর নাবালকের, এমনই দাবি পরিবারের। ছেলেকে বোমা মেরে খুনের অভিযোগ তুলেছেন বাবা। সিপিএম ও আইএসএফ সমর্থিত নির্দলের বিরুদ্ধে খুনের অভিযোগ। এই ঘটনার পরপরই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন- মারাত্মক তথ্য ED-র হাতে? আজই ডাক সায়নীকে, ঘটতে পারে বিরাট কিছু?

এদিকে, দেগঙ্গার এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন সংবাদমাধ্যমে বলেন, 'সিপিএম ও বিজেপি কোথাও আবার কংগ্রেস রাজনীতিতে পেরে উঠছে না। সন্ত্রাসকে হাতিয়ার করে এরা তৃণমূলকে আক্রমণ করছে। বিরোধীরা অশান্তির বাতাবরণ তৈরি করছে। জনবিচ্ছিন্ন হয়েই সন্ত্রাস বিরোধীদের। সার্বিকভাবে ৩৪১টা ব্লকের মধ্যে কম ব্লকেই এই ঘটনা ঘটছে।'

আরও পড়ুন- আবহাওয়ায় তুমুল বদলের জোরালো সম্ভাবনা! দক্ষিণবঙ্গে মারকাটারি বৃষ্টি কবে থেকে?

অন্যদিকে, এবিষয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সংবাদমাধ্যমে বলেন, 'আইএসএফ-এর ছেলেদের দেখে দেখে মিথ্যা কেস দিচ্ছে। আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে। আইএসএফ-এর সভায় ভিড় দেখে শাসক ভয় পাচ্ছে।'

tmc CPIM West Bengal ISF bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment